সাতক্ষীরা মাদ্রাসায় ঘুষ ও স্বজনপ্রীতিতে নিয়োগের চেষ্টা

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিয়োগ বোর্ডে নীতিমালা বহির্ভূত স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে ১৪টি পদে পাতানো নিয়োগ বোর্ড করার অভিযোগ। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিয়োগ বোর্ডে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হলে বড়ো ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

আগামী ৭ নভেম্বর শুক্রবার নিয়োগ পরীক্ষা নিয়ে প্রার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

নিয়োগ বাণিজ্য ও অনিয়ম নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। নিয়োগ পরীক্ষার আগেই ইতিমধ্যেই স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও মাদ্রাসা বোর্ডে লিখিত অভিযোগ দাখিল করেছেন নিয়োগ পরীক্ষার বেশ কয়েকজন প্রার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাদ্রাসার শিক্ষক ও প্রার্থীরা জানান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদ প্রায় ১৪ বছর শূন্য আছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান নিজে দায়িত্ব পাওয়ার পর মাদ্রাসা পরিচালনা কমিটির যোগসাজোসে নিয়োগ বাণিজ্য করতে মরিয়া হয়ে উঠেছেন।

তিনি বিধিমালা উপেক্ষা করে নিজ পদে অধিষ্টিত থেকে অধ্যক্ষ পদ বাদে ১৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এমনকি ল্যাব সহকারি পদ আছে ১টি কিন্তু তিনি বিজ্ঞপ্তি দিয়েছেন ৪ জনের।

অভিযোগ সূত্রে জানা যায়, আবেদন পত্র দাখিলের শেষ দিন ছিল গত ১৮ আগষ্ট । অধ্যক্ষ পরের দিন ১৯ আগষ্ট তারিখে ওই নিয়োগ পরীক্ষার ১জন প্রার্থী ও ১জন প্রার্থীর পিতাকে আবেদন পত্র দেখার দায়িত্ব দিয়েছেন এবং তাদের দিয়ে অফিসিয়াল যাবতীয় কাজ করাচ্ছেন। সেজন্য অন্যান্য প্রার্থীরা আপত্তি তুলেছে। পরবর্তীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজে আবেদন পত্র নিজ ব্যাগে করে নিজ বাড়িসহ অন্যাত্র নিয়ে যায়,(যাহার ছবি প্রার্থীদের কাছে সংরক্ষিত আছে) বলে জানা গেছে। আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম ও আব্দুল করিম এর সন্তানদেরকে অর্থ বাণিজ্যের মাধ্যমে চাকুরীতে নেবে বলেছেন এবং আনিছুর রহমানকেও নেবে বলে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজে উপাধ্যক্ষ পদে ১জন প্রার্থীকে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১জন প্রার্থীর নিকট মোটা অংকের অর্থ নিয়েছেন বলে প্রার্থীরা জানতে পেরেছেন।

গত ১৩ আগষ্ট তারিখে একজন প্রার্থী অধ্যক্ষের সাথে সৌজন্য মূলক সাক্ষাত করতে গেলে তাকে উল্টো তিনি পুলিশ দিয়ে ব্যবস্থা নিবেন বলে হুমকি দেন।

পরবর্তীতে গত ২৬ আগষ্ট তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ একব্যাক্তিকে দিয়ে মাহমুদুল হাসান নামক একজন শিক্ষার্থীকে মাদ্রাসায় ডেকে নিয়ে আসেন এবং একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তিনি ১৭ সেপ্টেম্বর তারিখে ১ জন প্রার্থীর বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ পাঠিয়ে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে আগামী ০৭ নভেম্বর শুক্রবার অধ্যক্ষ তড়িঘড়ি করে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা হবে বলে প্রার্থীদের কাছে ইন্টারভিউ কার্ড পাঠিয়েছেন। নীতিমালা বহির্ভূত স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে ১৪টি পদে পাতানো নিয়োগ বোর্ড বন্ধ করার দাবি জানিয়ে স্থানীয়রা ।

একই সাথে পাতানো নিয়োগ পরীক্ষা স্থাগিত করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিতর্কিত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বাদ দিয়ে একজন নিরপেক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করার মাধ্যমে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিয়োগ বোর্ডে নীতিমালা বহির্ভূত স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে ১৪টি পদে পাতানো নিয়োগ বোর্ড করার অভিযোগ

৩ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কের প্রাইউড কারখানার পাশে আটোরিকশার ধাক্কায় শেফালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে

৩ ঘণ্টা আগে

বাংলাবান্ধা সীমান্তে উদ্বোধন করা হয়েছে দেশের সর্বোচ্চতম পতাকা স্ট্যান্ড। আনুষ্ঠানিকভাবে উড়ানো হয়েছে লাল সবুজের পতাকা। সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় এখন নিয়মিত উড়বে রক্তে অর্জিত গৌরবের পতাকা

৩ ঘণ্টা আগে

বিভিন্ন সেবাখাতে দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা মঙ্গলবার (০৪ নভেম্বর ) গাজীপুরের একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়

৩ ঘণ্টা আগে