কালোবাজারির বিরুদ্ধে প্রণোদনার সার, বীজ পাচারের অভিযোগ

প্রতিনিধি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ২০২৫–২৬ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ কার্যক্রম চলছে। তবে এ প্রণোদনার সার–বীজ স্থানীয় কিছু ব্যবসায়ীর কাছে পাচার হওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১৬ নভেম্বর) কৃষকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে উপজেলা কৃষি অফিসে গেলে দেখা যায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ও বীজ কিছু ব্যবসায়ী কিনে রিকশায় করে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করছে। ঘটনাটি নজরে আসতেই প্রণোদনা বিতরণ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, আমার অফিসের সামনে থেকে সার–বীজ বিক্রি হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া মাস্টাররোলে স্বাক্ষর নেওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

তবে পলবান্ধা ইউনিয়নের উপ–সহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব আলীর বক্তব্য ভিন্ন। তিনি জানান, আমাদের সুবিধার্থে আমরা মাস্টাররোল থেকে স্বাক্ষর বা টিপসই নিয়ে স্লিপ বিতরণ করি। দুই কর্মকর্তার বক্তব্যে অসংগতি দেখা দিলে বিতর্কের সৃষ্টি হয়।

পরে কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল তার অফিসের সামনেই সার–বীজসহ একজন কালোবাজারিকে হাতেনাতে আটক করেন। তবে তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নিয়ে কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেওয়া হয়— যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা জানান, এসিল্যান্ড সাহেব আসছেন, তারপর বক্তব্য দেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, বিষয়টি আমরা অবহিত হয়েছি। কালোবাজারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কৃষকদের দাবি, প্রণোদনার সার–বীজ যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়, সেজন্য প্রশাসনকে কঠোর নজরদারি জোরদার করতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাউজানে সংখ্যালঘু পরিবারের বসতঘরে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, দোষীদের ধরতে সহায়তামূলক তথ্য দিলে নগদ অর্থসহ উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, তবে অঙ্ক নির্দিষ্ট করা হয়নি।

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের দারুল উলুম মোড় এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

১৯ ঘণ্টা আগে

দেওয়ানগঞ্জের ঝাউডাংগা বিজিবি আউট পোস্ট বুধবার (২৪ ডিসেম্বর) সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়ি থেকে ৪৭ বান্ডেল ভারতীয় থান কাপড় জব্দ করেছে।

২০ ঘণ্টা আগে

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৯তম জন্মদিনে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ঘণ্টা আগে