টাকা -স্বর্ণালংকারসহ আন্তঃজেলা চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নগদ ৬১ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

শনিবার (২৮ জুন) পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. হাবিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ছাগলনাইয়া ও ফেনী সদর এলাকায় অভিযান চালান।

গ্রেফতারকৃতরা হলো, মেহেদী হাসান (১৯), . হৃদয় ওরফে সুন্দরী (১৬), আল-আমিন (১৫), শাহীন (১৬), সুমন (৩৩), ও নাজমা বেগম (৪২)।

পুলিশ জানায়, গত ৩১ মে ভোররাতে ছাগলনাইয়া উপজেলার এক বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা। ঘুমন্ত অবস্থায় পরিবারের এক সদস্যকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আলমারি ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ১৪ ভরি ৫ আনা স্বর্ণালংকার লুটে নেয়। শব্দ করতে দিলে হত্যার হুমকিও দেয় তারা।

পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আসামি সুমনের নিকট থেকে বিক্রিত স্বর্ণের ৫ হাজার টাকা, হৃদয়ের বাড়ি থেকে নাজমা বেগমের হেফাজতে থাকা ৫৬ হাজার টাকা ও ১১.৮৯ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

অতিরিক্ত মদ্যপানের কারণে হার্ট অ্যাটাকে রুবেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে

১ ঘণ্টা আগে

দুর্ঘটনাকবলিত গাড়িটিতে খুলনা ও যশোর অঞ্চলের অন্তত ১০ জন নেতাকর্মী ছিলেন। ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

২ ঘণ্টা আগে

কারফিউ জারির আগে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন

২ ঘণ্টা আগে

রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘরে শুরু হয়েছে “স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ”। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সমঝোতা চুক্তির আলোকে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

১৬ ঘণ্টা আগে