খুলনায় একাধিক হত্যা মামলার আসামি সন্ত্রাসীদের গুলিতে নিহত

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

খুলনা মহানগরীর দৌলতপুরের হুজি শহীদ হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি শেখ শাহিনুল হক শাহীন (৫০) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুল হক শাহীন দৌলতপুর কাত্তিককুল এলাকার আ. রশিদের ছেলে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহীদ হত্যা মামলার আসামি। নিহত শাহীন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকত।

ওসি বলেন, শাহীন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন। শাহীনকে দৌলতপুর থেকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে ‘পরিচিত’ কেউ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে রাতেই অভিযান শুরু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক ব্যক্তির লাশ পড়ে আছে—এমন সংবাদ থানায় দিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের লাশ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে রাতে বাগমারা ও তার আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার সদর উপজেলার কুশখালী ইউনিয়নের কাকমারি বিলে ধান তুলতে গিয়ে বজ্রপাতে এক নারী দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন নারী শ্রমিক।

১ মিনিট আগে

দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে রসুনের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। যে রসুন এক সপ্তাহ আগে পাওয়া যেত ৮০-৯০ টাকায়, সেটিই এখন বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি দরে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।

৭ মিনিট আগে

পার্বত্য অঞ্চলের দুর্গম বাবুছড়া এলাকায় ৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। সোমবার (২১ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া হেলিপ্যাড মাঠে এ কর্মসূচির আয়োজন করে ৭ বিজিবি ব্যাটালিয়ন।

২৫ মিনিট আগে

বর্ষার প্রথম সকালে কিশোরগঞ্জ শহর যেন এক অপূর্ব স্নিগ্ধতায় ঢেকে ছিল। ওয়ালী নেওয়াজ খান কলেজের নিস্তরঙ্গ প্রাঙ্গণে তখনো ঘুমিয়ে ছিল প্রকৃতি। টাটকা বৃষ্টির পানিতে মাঠ ভিজে সিক্ত, বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁচা মাটির ঘ্রাণ। এমন শান্ত সকালে ঠিক ৯টা ৪৫ মিনিটে হঠাৎই নিস্তব্ধতা ভেঙে শোনা যায় এক আকর্ষণীয় ডাক- “কোয়

৩৩ মিনিট আগে