শিবপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সকল মেম্বারের অনাস্থা

প্রতিনিধি
নরসিংদী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউ পি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সব মেম্বাররা। ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের ১২ জন মেম্বারের মধ্যে ৭ জন মেম্বার ও সংরক্ষিত ৩ জন মহিলা মেম্বার সহ মোট ১০ জন মেম্বার এই অনাস্থা জ্ঞাপন করেছেন। বাকী দুজন মেম্বার ইতঃপূর্বে মারা গেছেন।

২০২৩ সালের ডিসেম্বরের ২০ তারিখ প্রথমে জেলা প্রশাসক বরাবর বরাদ্দ না পাওয়ার লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে চলতি বছরের ২৫ আগস্ট মেম্বাররা সম্মিলিতভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে নরসিংদী জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব দাখিল করে।

চলছি বছরের ৩ সেপ্টেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে ডি ডি এল জি মনোয়ার হোসেনকে নির্দেশ প্রদান করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুলালপুর জুয়েল মিয়ার বাড়ি হতে কাশেম মিয়ার বাড়ি পর্যন্ত ইটের সলিং মোট বরাদ্দ ৭ মেট্রিকটন গম, দরগারবন্দ পাকা রাস্তা হতে কবরস্থান পর্যন্ত রাস্তা ইটের সলিং মোট বরাদ্দ ৩ টন চাল ও ৩ টন গম, দুলালপুর রৌশন আলীর বাড়ি হতে মজিবরের বাড়ি পর্যন্ত ইটের সলিং মোট বরাদ্দ ২ লক্ষ টাকা এবং লাখপুর সুখচান এর বাড়ি হতে সোলসান ডাঃ এর বাড়ি পর্যন্ত ইটের সলিং মোট বরাদ্দ ১ লক্ষ ১৬ হাজার ৬ শত ৬৬ টাকার এই প্রকল্পগুলো করাই হয়নি।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান, ২৪-২৫ অর্থ বছরের সবগুলো প্রকল্পের বকেয়া উত্তোলন করা হয়েছে। তবে শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, বকেয়া টাকা উত্তোলন করা হয়েছে কি না সেটা আমি বলতে পারবো। আমার কাছে কিংবা অফিসে এ সংক্রান্ত কোনো কাগজপত্র কিংবা ডকুমেন্টস নেই। গত ২৭ অক্টোবর তদন্ত কমিটি আসার কথা থাকলেও তদন্ত কমিটি আসেনি।

তদন্ত কমিটি কেন আসে জানতে চাইলে ডি ডি এল জি ও পৌর প্রশাসক মোঃ মনোয়ার হোসেন জানান, ঐ দিন মন্ত্রণালয়ে মিটিং ছিলো। তাই যেতে পারিনি। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে যাবো।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন। তদন্তাধীন বিষয়ে এখন কিছু বলা সম্ভব না। তদন্তের পর সব কিছু বলা যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীতে অবস্থিত নীলসাগরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু হয়েছে

৫ ঘণ্টা আগে

১১ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালতের নাজিরের মাধ্যমে ডিক্রিদার উপস্থিতিতে ৪ শতাংশ নালিশীয় জমির ওপর ৩টি টিনের চালাঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরার কলারোয়া সরকারী হাইস্কুলে ২-৪ নভেম্বর তাফসির মাহফিল আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দিয়েছে

৫ ঘণ্টা আগে

ওই দুই শিশু পরিবারের অজান্তে খেলা করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়

৫ ঘণ্টা আগে