উৎসবের আমেজে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি : প্রতিনিধি

সম্প্রীতির পরিবেশে নীলফামারী সৈয়দপুরে বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসব মুখর নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নতুন নেতৃত্ব বেছে নিলেন সংগঠনের ভোটাররা। নির্বাচনে চেয়ার প্রতীকে সভাপতি পদে আব্দুর রাজ্জাক এবং ছাতা প্রতীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

গত শনিবার (৮ নভেম্বর) সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সংগঠনের মোট ৫৪০ জন ভোটারের মধ্যে ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংগঠনের

কার্যনির্বাহী কমিটির ৩১ টি পদের বিপরীতে ১৭টি পদে ভোট গ্রহণ করা হয়। অবশিষ্ট ১৪টি পদে একজন করে প্রার্থী থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এদিকে ১৭টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটারের আলোচনায় ছিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা। এদিন সকাল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটার ও সমর্থকরা ভোট কেন্দ্রে জড়ো হয়ে স্ব স্ব প্রার্থীর ভোট প্রার্থনা করেন। সম্প্রীতি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিলো ভোট কেন্দ্র জুড়ে। ভোট চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি, জামায়াতে ইসলামী দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা।

বিকেলে ভোটগণনা শুরু হয়ে তা শেষ হয় রাতে। পরে নির্বাচন কমিশনের পক্ষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু।

ঘোষিত ফলাফলে নির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি পদে আব্দুর রাজ্জাক (প্রতীক চেয়ার), সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (প্রতীক ছাতা), দপ্তর সম্পাদক আতিক আনিস (প্রতীক কাপ পিরিচ), প্রচার সম্পাদক শফিকুল আহমেদ শুভ (মোবাইল প্রতীক), ক্রীড়া সম্পাদক গোলাম সামদানী (ফুটবল), ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হাসান (প্রতীক পাঞ্জাবি) এবং ১১টি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছে যথাক্রমে মো. জাহিদ হাসান (হরিণ), মেরাজ আলম (উড়োজাহাজ)।

আফরোজ আলম বাবলু (মাছ), জুবায়ের (বটগাছ), রিয়াজ আহমেদ (লাটিম), আরজু হোসেন (আপেল), হাজী মো. শামিম খান (চাকা), মো.নাসিম (গরুগাড়ী), ফাইয়াজ (ঘুড়ি), ইরফান আহমেদ জনি (প্রজাপতি) ও মো. সুলতান (সাইকেল)।

এর আগে সংগঠনের ১৪ টি পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, তাদের নামও ঘোষণা করা হয়। এরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে হাজী মো. সালাউদ্দিন ও হাজী মো. সেলিম, সহ-সভাপতি যথাক্রমে মো. এনামুল হক, হাজী আহমেদ হোসেন, মো. আরশাদ আমীর ও মো. খরশিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রেহান ও মো. শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হাসান ও মো. আফরোজ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল হক, অর্থ-সম্পাদক পদে হাজী আজিম আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মো. সামসাদ আলম এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আরিফ হোসনে (রাজু)। উত্তেজনাপূর্ণ এ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনার ছিলেন মো. সাইফুল ইসলাম, সহ-নির্বাচন কমিশনার ফরমান আলী ও আবুল কালাম আজাদ। প্রিজাইডিং অফিসার ছিলেন বদরুল হক অনু ও অ্যাড. রবিউল আলম আহসান প্রামানিক। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন আখতারুজ্জামান পলাশ, আবুল বাছেদ মো. হামিদুজ্জামান খোকন। ভোটকেন্দ্রে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন যথাক্রমে হাজী মো. সালাউদ্দিন, হাজি মো. সেলিম, হাজি আহমেদ হোসেন, হাজি মো. আজিম হোসেন, মো. খুরশিদ, মো. রেহান ও আরিফ হোসেন রাজু।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম জানান, নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য সকলের সহযোগিতায় সব প্রস্তুতি নেয়া হয়। এ ক্ষেত্রে নির্বাচনে জড়িত কর্মকর্তা, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, গণমাধ্যম, প্রার্থী ও ভোটারদের আন্তরিক সহযোগিতায় উৎসবের আমেজে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, এ সংগঠনকে ঘিরে দীর্ঘদিন থেকে দুটি পক্ষের মধ্যে সাংগঠনিক বিরোধ সৃষ্টি হয়। তবে সংগঠনকে এক রাখতে ব্যবসায়ীমহল ও সুধীসমাজ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ চেষ্টা চালায়। কিন্তু তাতে কোনো সমাধান না হওয়ায় একটি পক্ষ সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি নামে নির্বাচনি কার্যক্রম শুরু করে। ওই সংগঠনের ভোট আগামী ১৩ নভেম্বর। অপরদিকে, ব্যবসায়ীদের বৃহৎ অংশ তাদের ঐক্য বজায় রাখতে কোনো দ্বন্দ্বে না গিয়ে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি নামে নির্বাচনি কার্যক্রম শুরু করে। সম্প্রতি সংগঠনের সাধারণ সভায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ওই ঘোষণা অনুযায়ী শনিবার (৮ নভেম্বর) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ধুলিহর (সানাপাড়া) এলাকার মোঃ ইমদাদুল ইসলাম (২৭), রহমত (৪৩) ও মোঃ আশিকুজ্জামান (২৫)।

১৬ ঘণ্টা আগে

ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটকে শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর নামে নামকরণ করা হয়েছে, যিনি শৈশব ও কৈশোরের অমলিন স্মৃতিগুলো এই এলাকার নদীর তীর ও ঘাটের সঙ্গে জড়িয়ে ছিলেন। বরিশাল বিআইডব্লিউটি-এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

১৭ ঘণ্টা আগে

বাগেরহাটের ফকিরহাটে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা এজি চার্চে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কলকলিয়া এজি চার্চে প্রার্থনা ও কেক কেটে দিনটির শুভ সূচনা করা হয়। শিশু-কিশোররা কেক কেটে আনন্দ ভাগাভাগি করে, পরে পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় গান।

১৭ ঘণ্টা আগে

নরসিংদীর -৫ আসনে রায়পুরা কেন্দ্র থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার তৌফিকুর রহমান, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

১৮ ঘণ্টা আগে