ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার (২৪ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।

এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে রবিউল, আজাদসহ সাত থেকে আটজনের একটি দল। তাঁদের দেখে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে রবিউল এবং আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন অন্যরা।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রবিউল ও আজাদসহ তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ১৫০ থেকে ২০০ গজ অভ্যন্তরে থাকা অবস্থায় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এ বিষয়ে বিজিবি কোম্পানির কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

১০ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের ডাকে সারাদেশের মতো মানিকগঞ্জেও আজ রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব পেট্রোল পাম্প এবং তেল পরিবহণ কার্যক্রম বন্ধ রাখা হয়।

২৬ মিনিট আগে

ভূমি সেবা ও ভূমি সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং সদর উপজেলা ভূমি অফিসের খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

৩১ মিনিট আগে

সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত মে মাসের প্রথম সপ্তাহে অন্তত ১৫৩ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ (পুশইন) করিয়েছে। এই ঘটনায় বিজিবি ১৫ জনকে আটক করেছে, যাদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

৪১ মিনিট আগে

সাতক্ষীরা আশাশুনি সড়কে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের ধাক্কায় মোস্তাকিম হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো ছয়জন।

১ ঘণ্টা আগে