সিলেট ও মৌলভীবাজারের ৩ সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন

প্রতিনিধি
সিলেট
Thumbnail image

সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত মে মাসের প্রথম সপ্তাহে অন্তত ১৫৩ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ (পুশইন) করিয়েছে। এই ঘটনায় বিজিবি ১৫ জনকে আটক করেছে, যাদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

শনিবার গভীর রাত থেকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত চলে এ পুশইন। তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টার দিকে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আটকদের সবাই বাংলাাদেশি। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক।

বিজিবি জানায়, বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে আটক ৩২ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৯ জন নারী এবং ১৪ জন শিশু রয়েছেন। রোববার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বিওপির আওতাধীন এলাকার দুই দেশের ৫৩৮ একর অমীমাংসিত ভূমির একটি বিলে তাদের ছেড়ে দেয় বিএসএফ।

ভোরে বিজিবি টহল দল ও স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটক করে নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসেন। সেখানে তাঁদের পরিচয় শনাক্ত করার পর বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির বিয়ানীবাজার সদরদপ্তর সূত্র জানায়, রোববার ভোরে বিয়ানীবাজারের বড়লেখার লাতু এলাকায় ৭৯ জন এবং পাল্লাথল এলাকায় আরো ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। আটকদের বিজিবি বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

বিয়ানীবাজার সীমান্ত এলাকায় পুশইন করা ৩২ জন মিলিয়ে তিন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করা হয়েছে।

বিয়ানীবাজার বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, আটক ১৫৩ জনের সবাই বাংলাদেশি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি নিশ্চিত হওয়া গেছে। তাদের কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করে (আটক)। প্রাথমিক যাচাই বাছাই শেষে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের নেতাকে নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস।

২ ঘণ্টা আগে

এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও স্থানীয় বিতর্কিত সামাজিক প্রতিষ্ঠান "পরস্পর"-এর ম্যানেজার আমিনুন্নাহার পিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতে একাধিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এমন একজনকে বিচারক নির্বাচনের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

২ ঘণ্টা আগে

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদী সংলগ্ন এলাকা থেকে বাদশা মিয়া (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২ ঘণ্টা আগে

ভুক্তভোগী রহিমা সৌদি প্রবাসী স্বামীর জন্য কফিলকে টাকা দিয়েও ভিসা পায় না। পরে বিজ্ঞাপন দেখে শরণাপন্ন হন জিনের বাদশার। এর প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে হাতিয়ে নেয়া হয় দশ লাখ বিশ হাজার টাকা

২ ঘণ্টা আগে