নার্সিং শিক্ষার্থী ইন্নি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
জিলফা জাহান ইন্নি হত্যার বিচার দাবিতে শনিবার কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি : নিখাদ খবর

রাজশাহীর মমতা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নি হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন নিহত ইন্নির বাবা বিশিষ্ট ছড়াকার ছাদেকুর রহমান রতন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, স্কুল শিক্ষক আবুল হাসেম, অ্যাডভোকেট এনামুল হক, ছড়াকার হারুন আল রশিদ, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, সামিউল হক মোল্লা, কণ্ঠশিল্পী হোসনে আরা মমতাজ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিলকী প্রমুখ।

বক্তারা অবিলম্বে ইন্নি হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।

উল্লেখ্য, জিলফা জাহান ইন্নি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ছাদেকুর রহমান রতনের একমাত্র মেয়ে। তিনি রাজশাহীর মমতা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। গত ১৬ জানুয়ারি রাতে ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ইন্নিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ইন্নির বাবা বাদী হয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মাসুম বিল্লাহ ও আব্দুল্লাহ নামে দুই আসামিকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা এখনো পলাতক। আসামি ও তাদের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ইন্নির বাবা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পার্বত্য অঞ্চলের দুর্গম বাবুছড়া এলাকায় ৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। সোমবার (২১ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া হেলিপ্যাড মাঠে এ কর্মসূচির আয়োজন করে ৭ বিজিবি ব্যাটালিয়ন।

৭ মিনিট আগে

বর্ষার প্রথম সকালে কিশোরগঞ্জ শহর যেন এক অপূর্ব স্নিগ্ধতায় ঢেকে ছিল। ওয়ালী নেওয়াজ খান কলেজের নিস্তরঙ্গ প্রাঙ্গণে তখনো ঘুমিয়ে ছিল প্রকৃতি। টাটকা বৃষ্টির পানিতে মাঠ ভিজে সিক্ত, বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁচা মাটির ঘ্রাণ। এমন শান্ত সকালে ঠিক ৯টা ৪৫ মিনিটে হঠাৎই নিস্তব্ধতা ভেঙে শোনা যায় এক আকর্ষণীয় ডাক- “কোয়

১৫ মিনিট আগে

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইটের সামনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল।

২৫ মিনিট আগে

সাভারে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে পুলিশ কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং মানিকগঞ্জের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩৩ মিনিট আগে