জনমনে স্বস্তি

সৈয়দপুরে ২৬ কোটি টাকায় দুটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ শুরু

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে শহরের দুটি গুরুত্বপূর্ণ সড়ক—শেরে বাংলা (সিনেমা রোড) ও শহীদ জহুরুল হক সড়কের (বিচালী হাটি) উন্নয়নকাজ শুরু হয়েছে। প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল প্রজেক্টের (আরইউডিপি) আওতায় সড়ক দুটির নির্মাণ কাজ চলমান। প্রকল্পে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক।

শহরের সবচেয়ে বেহাল এই সড়ক দুটির সংস্কারের দাবিতে বহুদিন ধরে মিছিল-সমাবেশ, মানববন্ধনসহ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। আগের পৌর পরিষদের নানা আশ্বাস সত্ত্বেও কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছিল।

২০২৪ সালের ৫ আগস্টের পর পৌর এলাকায় উন্নয়ন কার্যক্রম গতি পায়। বিভিন্ন প্রকল্পের অর্থায়নে রাস্তাঘাট, ড্রেন, নালা ও ডাস্টবিন নির্মাণ–সংস্কারের পাশাপাশি প্রধান দুটি সড়কের পুনর্নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়। সব জটিলতা কাটিয়ে অবশেষে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় পৌরসভা।

প্রকল্প অনুযায়ী মোট সাত কিলোমিটার সড়ক নির্মাণ হবে—শেরে বাংলা সড়ক সাড়ে তিন কিলোমিটার এবং শহীদ জহুরুল হক সড়কও সাড়ে তিন কিলোমিটার। তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত শেরে বাংলা সড়ক এবং তুলশিরাম (বিচালী হাটি) মোড় থেকে বসুনিয়া মোড় পর্যন্ত শহীদ জহুরুল হক সড়কের কাজ চলছে।

সড়কের প্রথম ৬০০ মিটার অংশে আরসিসি ঢালাই এবং বাকিটায় কার্পেটিং করা হবে। পাশাপাশি ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থা ও সড়কবাতি স্থাপন করা হবে, যাতে বর্ষায় পানি না জমে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হয়। কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বর্ধিত অংশে যাদের স্থাপনা ছিল, তারা স্বেচ্ছায় নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালেক জানান, প্রকল্পটি সুন্দরভাবে সম্পন্ন করতে ধারাবাহিকভাবে নজরদারি করা হচ্ছে। নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, জনদাবির বিষয়টি সরকার ও বিশ্বব্যাংকের নজরে আনতে পারায় এই প্রকল্প গ্রহণ সম্ভব হয়েছে।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, সড়ক সংস্কার নিয়ে দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে। দেরিতে হলেও কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত সম্পন্নের আশা করেন।

পৌরসভার প্রশাসক ও ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই উন্নয়নকাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধান দুটি সড়ক নির্মাণসহ পাড়া-মহল্লায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করায় শহরবাসীর ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

২০০৪ সালে কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রাম সেনেরখামারে “বই পড়ি, জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আত্মপ্রণোদিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আব্দুস ছোবহান স্মৃতি অন্বেষা পাঠাগার

২১ মিনিট আগে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাটকিয়া গ্রামের সাধারণ কৃষক সেন্টু হাজং নিজের অদম্য উদ্যোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সৃষ্টি করেছেন এক বিরল কৃতিত্ব। উচ্চশিক্ষা না থাকলেও তিনি উদ্ভাবন করেছেন ২৩টি নতুন জাতের ধান, যা মাঠে ভালো ফলন দিচ্ছে। তবে সরকারি স্বীকৃতি এখনো তাঁর ভাগ্যে আসেনি

৩০ মিনিট আগে

নরসিংদীর শিবপুরে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজনটি সম্পন্ন হয়

৩৮ মিনিট আগে

নরসিংদীর শিবপুর উপজেলায় আজ বৃহস্পতিবার ভোরে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে এ কম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থলও ছিল শিবপুর এলাকাতেই

২ ঘণ্টা আগে