করিমগঞ্জে যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
করিমগঞ্জ উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়

করিমগঞ্জ উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলা ক্লাব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত যুব সম্মেলনে বক্তারা বলেন, দেশে এখন লাখ লাখ যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শ লালন করে। চব্বিশের বিপ্লবে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রথম সারিতে থেকে লড়াই করে ফ্যাসিবাদী হাসিনাকে হটিয়েছে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। তিনি বলেন, উদারতা, আনুগত্য, সহনশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে একটি আদর্শিক সংগঠন বিস্তৃতি লাভ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তার উজ্জ্বল নমুনা। মাত্র ৮ বছরে এই সংগঠনটি দেশের যুবসমাজে আদর্শের যে প্রভাব রেখেছে, তা নজিরবিহীন। আমি বিশ্বাস করি, আপনারা ভবিষ্যতে দেশের দুঃশাসন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সম্মেলনে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম (শাহীন) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলার প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহফুজুর রহমান খান ইসলামী আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম ভূঁইয়া বাংলাদেশ মুজাহিদ কমিটি করিমগঞ্জ উপজেলা শাখার ছদর হাফেজ মাওলানা মোবারক হোসাইন (বুলবুল) জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রবিউল আওয়াল সিরাজী ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ আক্কাস মিয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মদ উবায়দুল হক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের মা নাজমা রহমান মারা গেছেন।

৭ মিনিট আগে

বিএনপির নাম ব্যবহার করে একটি ফিলিং স্টেশনের পরিচালকের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে প্রতিমাসে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

১ ঘণ্টা আগে

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাজারের ব্যবসায়ীরা বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র, টেলিভিশন ও কাগজপত্র পুড়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

১ ঘণ্টা আগে

২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলায় চালায়। বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়

৩ ঘণ্টা আগে