নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিএনপির উপদেষ্টা জহির উদ্দীন স্বপন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেউ আটকাতে পারবে না। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান এবং জনগণের ঐক্যবদ্ধ শক্তি নিশ্চিত করছে যে, ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে।

শনিবার খুলনা-৩ আসনের ধানের শীষ প্রার্থী রকিবুল ইসলাম বকুলের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খানজাহান আলী থানা শাখার উদ্যোগে ফুলবাড়ী গেট চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব মন্তব্য করেন।

স্বপন বলেন, “গত ১৭ বছরে শেখ হাসিনার শাসনে দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল। জনগণের মালিকানা একটি পরিবারের হাতে কেন্দ্রীভূত হয়েছিল। তবে বিএনপি ও ছাত্র-জনতার ত্যাগের কারণে স্বৈরাচার ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শক্তি বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলের নৈতিক সমর্থনের ওপর নির্ভরশীল।”

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে স্বপন বলেন, “ড. ইউনূস নিশ্চিত করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই ঘোষণার মাধ্যমে জনগণ শঙ্কা মুক্ত হয়েছে।”

নির্বাচন সংক্রান্ত ষড়যন্ত্রকারীদের সতর্ক করে তিনি বলেন, “যারা নির্বাচন বিলম্ব বা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, তারা শুধু গণতন্ত্রের শত্রু নয়, দেশেরও শত্রু।”

খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে যোগ্য নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বকুল শুধু নির্বাচনী প্রার্থী নয়, তিনি জাতীয় রাজনীতি ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তাকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির নেতা ও শ্রমিক দলের নেতৃবৃন্দ, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ধুলিহর (সানাপাড়া) এলাকার মোঃ ইমদাদুল ইসলাম (২৭), রহমত (৪৩) ও মোঃ আশিকুজ্জামান (২৫)।

২ ঘণ্টা আগে

ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটকে শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর নামে নামকরণ করা হয়েছে, যিনি শৈশব ও কৈশোরের অমলিন স্মৃতিগুলো এই এলাকার নদীর তীর ও ঘাটের সঙ্গে জড়িয়ে ছিলেন। বরিশাল বিআইডব্লিউটি-এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

৩ ঘণ্টা আগে

বাগেরহাটের ফকিরহাটে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা এজি চার্চে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কলকলিয়া এজি চার্চে প্রার্থনা ও কেক কেটে দিনটির শুভ সূচনা করা হয়। শিশু-কিশোররা কেক কেটে আনন্দ ভাগাভাগি করে, পরে পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় গান।

৩ ঘণ্টা আগে

নরসিংদীর -৫ আসনে রায়পুরা কেন্দ্র থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার তৌফিকুর রহমান, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

৪ ঘণ্টা আগে