ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সাংবাদিক গোপাল কর্মকারের ওপর হামলা চালিয়ে ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এতে সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি রতন কর্মকারও আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামারপট্টিতে এ ঘটনা ঘটে। হেলমেট পরা দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে গোপাল কর্মকারের বাঁ পা ও ভগ্নিপতি রতনের বাঁ হাতে জখম করেছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গোপাল কর্মকার দৈনিক কালবেলা ও আজকের বার্তার রাজাপুর উপজেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি রাজাপুর সুপ্তি জুয়েলার্সের মালিক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী গোপাল কর্মকার জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো টাকা, গহনাসহ প্রয়োজনীয় মালপত্র নিয়ে মোটরসাইকেলে ভগ্নিপতি রতন কর্মকারকে নিয়ে বাসায় যাচ্ছিলেন। পথে সদর বাজারের দক্ষিণ মাথা এলাকায় এলে হেলমেট ও কালো জ্যাকেট পরা কয়েক যুবক তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত শুরু করে।
গোপাল কর্মকার আরও জানান, আশপাশের লোকজন তাদের চিৎকার শুনে এগিয়ে এলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু পকেটে থাকা টাকা ও স্বর্ণ ভর্তি ব্যাগ নিতে পারেনি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কর্মকার জানান, এমন ঘটনায় উপজেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনা নিশ্চিত করে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন নিখাদ খবরকে জানান, ঘটনাস্থলের সিটিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সাংবাদিক গোপাল কর্মকারের ওপর হামলা চালিয়ে ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এতে সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি রতন কর্মকারও আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামারপট্টিতে এ ঘটনা ঘটে। হেলমেট পরা দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে গোপাল কর্মকারের বাঁ পা ও ভগ্নিপতি রতনের বাঁ হাতে জখম করেছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গোপাল কর্মকার দৈনিক কালবেলা ও আজকের বার্তার রাজাপুর উপজেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি রাজাপুর সুপ্তি জুয়েলার্সের মালিক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী গোপাল কর্মকার জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো টাকা, গহনাসহ প্রয়োজনীয় মালপত্র নিয়ে মোটরসাইকেলে ভগ্নিপতি রতন কর্মকারকে নিয়ে বাসায় যাচ্ছিলেন। পথে সদর বাজারের দক্ষিণ মাথা এলাকায় এলে হেলমেট ও কালো জ্যাকেট পরা কয়েক যুবক তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত শুরু করে।
গোপাল কর্মকার আরও জানান, আশপাশের লোকজন তাদের চিৎকার শুনে এগিয়ে এলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু পকেটে থাকা টাকা ও স্বর্ণ ভর্তি ব্যাগ নিতে পারেনি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কর্মকার জানান, এমন ঘটনায় উপজেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনা নিশ্চিত করে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন নিখাদ খবরকে জানান, ঘটনাস্থলের সিটিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে।