ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগে প্রধান শিক্ষককে মারধর

প্রতিনিধি
কুমিল্লা
Thumbnail image

ছাত্রকে বেত্রাঘাত করায় ওই শিক্ষককে না পেয়ে প্রধান শিক্ষককে পিটিয়েছে অভিভাবকরা। শনিবার বিকেল ৪টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নে ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার প্রধান শিক্ষক ইলিয়াস ভুঁইয়া নাথেরপেটুয়া মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সপ্তম শ্রেণির ক্লাশ নিচ্ছিলেন। ক্লাশ চলাকালীন সময়ে নবম শ্রেণির কক্ষ থেকে দুই ছাত্র উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা শুরু করেন। এ সময় উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা করার বিষয়টি জানতে চাইলে নবম শ্রেণির ছাত্র ফাহাদ বলে, দশম শ্রেণির ছাত্র সালমানসহ হাসিঠাট্টা করেছি। এতে কোন দোষের কিছু আছে?

ফাহাদ আরও খারাপ আচরণ শুরু করলে শাখাওয়াত তাকে বেত্রাঘাত করেন।

বেত্রাঘাতের বিষয়টি অভিভাবকদের জানায় সে। তখন ওই ছাত্রের আত্মীয় হাবিব ও বাবা খোরশেদ আলম মিন্টুসহ কয়েকজন বিষয়টি জানার জন্য স্কুলে আসেন। শিক্ষকরা বেত্রাঘাতের কারণ জানান। ঘটনা শুনে অভিভাবকরা শিক্ষকদের বলেন, এভাবে মারপিট করা ঠিক হয়নি। বিষয়টি তাদের জানালে ভালো হতো।

ছাত্র ও শিক্ষকের বিষয়টি স্কুল কমিটি বিচার করবে বলে জানান প্রধান শিক্ষক ইলিয়াস ভুঁইয়া। এ সময় প্রধান শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন হাবিব। একপর্যায়ে ছাত্রের বাবা খোরশেদ প্রধান শিক্ষকের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন তিনি। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শিক্ষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন বলেন, ‘ক্লাশ চলাকালীন নবম শ্রেণির ছাত্র ফাহাদ উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা করার কারণ আমি তাকে শাসন করেছি। তাকে জোরালোভাবে বেত্রাঘাত করিনি। সে বাহিরে গিয়ে লোকজন নিয়ে এসে আমাকে আঘাত না করে প্রধান শিক্ষক স্যারকে মেরেছে। হাবিব নামে ব্যক্তিটি স্যারের গায়ে আঘাত করছেন। তিনি এ প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে চান।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই স্কুলে সেনাবাহিনী পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করছে পুলিশ।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। আজ রোববার কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিসৌধে ভোর থেকেই ছুটে আসেন শহরের নানা প্রান্তের মানুষ।

৫ মিনিট আগে

কোনো ধরনের হয়রানি ছাড়াই সরবরাহ করা যাবে জমির খতিয়ান। নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি। এসব সুযোগ-সুবিধার বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মেলায় গিয়ে জানা গেছে।

১১ মিনিট আগে

নরসিংদীতে গাঁজা সেবনের সময় গাঁজাসেবিদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে একপর্যায়ে শুভ মিয়া নামে এক তরুণকে হত্যা করে তার বন্ধুরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

১৭ মিনিট আগে

পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা ২১ জনকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে সদর উপজেলা প্রশাসন।

৩৬ মিনিট আগে