দুর্গম পাহাড়ে মেধাবী শিক্ষকের করুণ মৃত্যু

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেনা রঞ্জন ত্রিপুরার (৩৫) মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার(৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল সেনা রঞ্জনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালের মাধ্যমে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে পাঠানো হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেনা রঞ্জন ত্রিপুরা পানছড়ি উপজেলার চিনালা চিগোন চানপাড়া এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০১৩-১৪ সেশনের সাবেক শিক্ষার্থী ছিলেন। চার মাস আগে তিনি লোগাং উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

লোগাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রত্যত্তুর চাকমা বলেন, “অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষক ছিলেন সেনা রঞ্জন। দুর্গম এলাকার সাধারণ পরিবার থেকে অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করে শিক্ষকতায় যুক্ত হয়েছিল। পরিবারের একমাত্র ভরসা ছিল সে। তার বৃদ্ধ বাবা-মা ও দুই শিশু সন্তান এখন অনিশ্চয়তার মুখে।”

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, সেনা রঞ্জন ত্রিপুরা ছিলেন একনিষ্ঠ শিক্ষক, যিনি প্রতিদিন ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াতেন। তাঁর সময়োপযোগী শিক্ষা ধারণা ও বিনয়ী ব্যবহারে ছাত্র-শিক্ষক সবার প্রিয় হয়ে উঠেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষাঙ্গণে গভীর শোক নেমে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামক ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

৬ ঘণ্টা আগে

কুড়িগ্রামের রৌমারীতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মিথ্যা অপবাদ সইতে না পেরে বিষপান করেছেন ভাইবোন। এ ঘটনায় বোনের মৃত্যু হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ধুলিহর (সানাপাড়া) এলাকার মোঃ ইমদাদুল ইসলাম (২৭), রহমত (৪৩) ও মোঃ আশিকুজ্জামান (২৫)।

১ দিন আগে

ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটকে শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর নামে নামকরণ করা হয়েছে, যিনি শৈশব ও কৈশোরের অমলিন স্মৃতিগুলো এই এলাকার নদীর তীর ও ঘাটের সঙ্গে জড়িয়ে ছিলেন। বরিশাল বিআইডব্লিউটি-এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

১ দিন আগে