বোরো-আমনের কাঙ্ক্ষিত ফলন না পেয়ে ভোলায় দিশেহারা কৃষক

প্রতিনিধি
ভোলা
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৫: ১৩
Thumbnail image
ছবি: সংগৃহীত

চলতি রবি মৌসুমে ভোলায় শতশত একর জমির ইরি বোরো ধান নষ্ট হয়ে গেছে। পরপর আমন এবং বোরো ধান না পাওয়ায় ক্ষতিগ্রস্ত এসব কৃষক এখন দিশেহারা। ঋণ পরিশোধতো দূরের কথা দু'বেলা দু'মুঠো খাবার জোটাবেন কীভাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকই। এদিকে কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে তারা রয়েছেন। সরকারি বিভিন্ন প্রণোদনার আওতায় এনে কৃষকদের ঘুরে দাঁড়াতে সহায়তা করা হবে।

WhatsApp Image 2025-03-05 at 14.27.53_b92f50b3

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগি, গুলি, নাসিরমাঝিসহ বেশ কয়েকটি গ্রাম ঘুর দেখা যায় একই চিত্র। মাঠের পর মাঠ হালকা বাতাসে দোল খাচ্ছে ধান গাছের আধাপাকা ডগা। দূর থেকে দেখে মনে হচ্ছে আর কিছুদিন পর পাকা ধান ঘরে তুলবেন চাষিরা। কিন্তু না। কাছে গেলে দেখা যায় ধানের সবগুলো ছড়াই নষ্ট হয়ে গেছে। একটি ধানও নেই কোন ছড়াতে। যাও দু একটা ছড়া বের হয়েছে সব শুকনো চিটা হয়ে গেছে। তাই কেউ কেউ গরুর খাদ্য হিসেবে কেটে নিচ্ছেন ধানগাছ।

দ্বীপজেলা ভোলায় গত বর্ষায় উজান থেকে নেমে আসা পানির চাপ, অতি বৃষ্টি আর জোয়ারের পানিতে আমনের আবাদ ব্যহত হয়। নষ্ট হয়ে যায় আমনের বীজতলা। দুই তিনবার ধান রোপন করেও ধানগাছ রক্ষা করতে পারেননি অনেক কৃষক। তাই আমন আবাদ করতে না পারায় অনেক জমি খালি পড়েছিল।

WhatsApp Image 2025-03-05 at 14.27.53_8c8f3b73

জমি খালি পড়ে থাকায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের প্রায় অধিকাংশ কৃষক আগাম বোরোধান লাগিয়েছেন। জমিতে পানি, সার ঔষধ এবং পরিচর্যা সবকিছুই ঠিক ছিল। ধানের ছড়াও বেরিয়েছে চমৎকার। কিন্তু সব ধান ভিতরে চিটা হয়ে গেছে। দেখে মনে হয় ছড়া বের হতে না হতেই ধান পেকে গেছে।

এদিকে বিভিন্ন এনজিও থেকে ঋণ অথবা পরিচিতদের কাছ থেকে ধারদেনা নিয়ে ধান চাষ করেছেন। কিন্তু সমস্ত ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা এখন দিশেহারা।

WhatsApp Image 2025-03-05 at 14.27.52_2ee2bdcc

ভোলা সদর উপজেলা কৃষি কৃষিবিদ মোঃ কামরুল হাসান, অফিসার জানান, আমনের আবাদ করতে না পারায় সেই ক্ষতি পুষিয়ে নিতে আগেভাগেই বোরোর আবাদ করেছেন কৃষকরা। ধানগাছও ভালই হয়েছিল। কিন্তু সময়ের অনেক আগে শীতের মধ্যে ধান রোপন করায় পর্যাপ্ত আলো পায়নি। তাই ফলন নষ্ট হয়ে গেছে।

চলতি ইরি বোরো মৌসুমে ভোলা সদর উপজেলায় ৭ হাজার তিনশত ৩০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।

৮ ঘণ্টা আগে

সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

৮ ঘণ্টা আগে

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়

১০ ঘণ্টা আগে