চট্টগ্রামে অটোরিকশায় পেট্রোলবোমা, দগ্ধ দুই নারী

প্রতিনিধি
চট্টগ্রাম
Thumbnail image
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় রোববার ভোরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ করে নিক্ষেপ করা হয় পেট্রোলবোমা। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন, দগ্ধ হন দুই নারী যাত্রী।

দগ্ধরা হলেন রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিটিয়াপাড়া শান্তিনগর এলাকার লায়লা (৫০) এবং ৫ নম্বর ওয়ার্ডের জালালিহাট উজির আলী মাঝির বাড়ির ঝর্ণা (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

চোখে-মুখে আতঙ্কের ছাপ নিয়ে সিএনজি চালক মো. জামি জানান, “যাত্রীরা রাউজান উপজেলা থেকে কুতুবদিয়া মালেক শাহ্‌র দরবারে যাচ্ছিলেন। ভোরবেলা আতুরার ডিপো চামড়াগুদাম এলাকায় পৌঁছাতেই হঠাৎ তিনজন মুখোশধারী আমাদের অটোরিকশায় পেট্রোলবোমা ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ভাগ্যিস আমি সময়মতো সিলিন্ডারের সংযোগ বিচ্ছিন্ন করতে পেরেছিলাম, না হলে বড় ধরনের বিস্ফোরণ ঘটতো।”

ঘটনার সময় অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। আগুনে লায়লা ও ঝর্ণা দগ্ধ হলেও বাকি তিনজন অক্ষত আছেন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “দগ্ধ অবস্থায় দুই নারী আমাদের এখানে ভর্তি হয়েছেন। চালক ও অন্য যাত্রীরা নিশ্চিত করেছেন- ঘটনাটি ছিল পরিকল্পিত হামলা, পেট্রোলবোমার বিস্ফোরণেই এই আগুন লেগেছে।”

হঠাৎ এমন ভয়াবহ ঘটনার কোনো কারণ এখনো জানা যায়নি। তবে মুখোশধারীদের হামলা ঘিরে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।

এ ঘটনার পেছনে কারা জড়িত, কিংবা এর সঙ্গে কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী গোষ্ঠীর সংযোগ আছে কি না—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আতঙ্ক কাটেনি পথচারী কিংবা পরিবহন চালকদের মাঝেও। ভোরের সেই আগুন যেন রেখে গেছে দীর্ঘ এক শ্বাসরুদ্ধকর স্মৃতি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় তানহা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২ টার দিকে পৌর এলাকায় উত্তর সীমারপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

২ মিনিট আগে

এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও সহমর্মিতার মূল্যবোধ গঠনে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন অনেক অভিভাবক

৬ মিনিট আগে

উদ্ধার করা এসব বিদেশি বিয়ারের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা।

১৪ মিনিট আগে

দুপুরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এসময় জুয়েল নিজের ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে জুয়েল ট্রাক্টর থেকে ছিটকে পরে যায়

১৯ মিনিট আগে