'১ লাখ ৩০ হাজার দে...'

ব্যবসায়ীর সাথে ওসির লেনদেনের কথোপকথন ফাঁস

প্রতিনিধি
গাজীপুর
Thumbnail image
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের সেলিম শিকদার নামে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে পুলিশ কর্মকর্তার টাকা লেনদেন সংক্রান্ত একটি টেলিফোনিক কথপোকথন ফাঁস হয়েছে। এরইমধ্যে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার রাত থেকে কথোপকথনের এ অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।

এদিকে সোমবার সকালের দিকে এক ভিডিও বার্তায় ওই ব্যবসায়ী বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝুট ব্যবসায়ী সেলিম সিকদার গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অপরদিকে কথোপকথনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল। তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ‍নিযুক্ত আছেন।

ফাঁস হওয়া ৪ মিনিট ৫৮ সেকেন্ডের ওই অডিও কথোপকথনে টেলিফোনের অপর প্রান্তে ওসিকে বলতে শোনা যায়, তিনি স্থানীয় একজনের মধ্যস্থতায় সেলিম সিকদারকে কারখানা থেকে ঝুট বের করতে সহযোগিতা করছেন। স্থানীয় ওই ব্যক্তিকে ১ লাখ ৩০হাজার টাক দিলে বিনা বাধায় ঝুট বের করে নিয়ে যেতে পারবেন বলে ওসি সেলিম সিকদারকে নিশ্চয়তা দিচ্ছেন। অডিওর এক পর্যায়ে ওসিকে বলতে শোনা যায়, সিকদারের কাছে ওসিকে ফুল হাতা গেজ্ঞি কই.?

এদিকে, কথোপকথনের সত্যতা যাচাইয়ের জন্য ঝুট ব্যবসায়ী সেলিম সিকদারকে ফোন দিলে তিনি বলেন, এটি তার সঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডলের মধ্যে হওয়া কথোপকথনের রেকর্ড। প্রায় ২ মাস আগে এই রেকর্ড ধারণ করেছিলেন তিনি। এর মধ্যে তার মোবইল হ্যান্ডসেট হারিয়ে গিয়েছিল। পরে সেটি উদ্ধার করেছেন। তবে কিভাবে এটি ফাঁস হলো, তা তিনি জানেন না।

সেলিম সিকদার জানিয়েছেন, ৫আগস্টের ছাত্রজনতার অভ্যূত্থানের একটি হত্যা মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। রমজান মাসের ৬ দিন আগে ১ মাস জেল খেটে জামিনে বের হয়েছেন তিনি । এর আগে তিনি রিদিশা গ্রুপের ফর্মলা ওয়ান কারখানায় ঝুট ব্যবসা করতেন।

তিনি বলেন, গ্রেপ্তার করার দিন তার কাছ থেকে ওসি ২ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। এ ছাড়া ঝুট ব্যবসা করার সময় তার কাছ থেকে প্রাতি মাসে ১ থেকে দেড় লাখ টাকা নিতেন ওই ওসি। টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দিতেন। পরে ভয়ে তিনি টাকা দিয়ে তার ব্যবসা কিছুদিন টিকিয়ে রেখেছিলেন।

এদিকে অডিও ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন লোকজন মারফত ওসি তাকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন সেলিম সিকদার। এমনকি ফেসবুকে লাইভে এসে ছড়িয়ে পড়া অডিওটি ভুয়া বলে দাবি করতে তাকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি স্থানীয় একজনের মধ্যস্থতায় সেলিম সিকদারকে কারখানা থেকে ঝুট বের করতে সহযোগিতা করছেন। স্থানীয় ওই ব্যক্তিকে ১ লাখ ৩০হাজার টাক দিলে বিনা বাধায় ঝুট বের করে নিয়ে যেতে পারবেন বলে ওসি সেলিম সিকদারকে নিশ্চয়তা দিচ্ছেন। অডিওর এক পর্যায়ে ওসিকে বলতে শোনা যায়, সিকদারের কাছে ওসিকে ফুল হাতা গেজ্ঞি কই.?

ভয়েস নিজের না জানিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এটা আমার নলেজে নাই। সারাদিন ফোনে অনেক মানুষের সাথে কথা কথা বলি। কাজের কথা বলি । কাজের বাইরে কোনো কথা বলি না। অডিওর বিষয়টি আমার নলেজে নাই। ‘

এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেছেন, ' এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কথপোকথনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সাথে আমাদের কথা বলা দরকার। উনাকে নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করতে অনুরোধ করছি। উভয়ের বিষয়টি তদন্ত করে সত্য প্রমাণিত হলে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ি এলাকা থেকে ওর্য়াড যুবলীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ(৪৮) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে মহালছড়ি থানা পুলিশ।

৯ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার এক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় বিক্ষোভ করেন তাঁর স্বজন ও প্রতিবেশীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে থানা ঘেরাওয়ের সময় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নারী কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

৯ ঘণ্টা আগে

বাগেরহাটের রামপালে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

৯ ঘণ্টা আগে

টাঙ্গাইল পৌরসভার বহুল আলোচিত নির্বাহী প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমীকে রাজশাহীর নওহাটা পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে।

৯ ঘণ্টা আগে