লোকসানে কৃষক, হিমাগার থেকে আলু তুলতে মাইকিং

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে হিমাগারে রাখা আলুর বাজারে হঠাৎ করেই ধস নেমেছে। উৎপাদন ব্যয়, পরিবহন খরচ ও হিমাগারের ভাড়া মিটিয়েও বর্তমানে ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা বড়ো ধরনের লোকসানের মুখে পড়েছেন।

মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশায় আলু সংরক্ষণ করা হলেও বাজারে চাহিদা কমে যাওয়ায় দাম দিনদিন নিচে নেমে যাচ্ছে। যে দামে বিক্রি হচ্ছে, তাতে খরচই উঠছে না— বরং লোকসান বাড়ছে। গত বছরের তুলনায় এবার অর্ধেক দামে আলু বিক্রি করতে হচ্ছে, ফলে কৃষকদের স্বপ্ন ভেঙে গেছে।

কৃষি অফিস জানায়, জেলায় ১১টি হিমাগারে মোট ৯০ হাজার টন আলু মজুত ছিল, যার মধ্যে ৪০ হাজার টন ইতোমধ্যে বের করা হয়েছে। তবে বাজারে দাম কম থাকায় বাকি আলু এখনও পড়ে আছে। হিমাগার কর্তৃপক্ষ বহুবার তাগাদা দিলেও সংরক্ষণকারীরা আলু বের করতে অনিচ্ছুক।

কৃষকদের দাবি— সরকার যেন জরুরি ভিত্তিতে বাজার মনিটরিং জোরদার করে এবং হিমাগারে রাখা আলুর জন্য বিশেষ সহায়তা দেয়। কারণ হিমাগার ভাড়া, পরিবহন ও শ্রমিক মজুরি মিলিয়ে প্রতি কেজি আলুতে ২০–২৫ টাকা খরচ হলেও বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১০–১২ টাকায়। ফলে কেজিপ্রতি ১০–১৩ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কামারপুকুরের কৃষক আয়নাল হক জানান, “গত বছরের মতো এবার দাম নেই। ৬০ কেজি আলু রাখতে ৪০০ টাকা ভাড়া পড়েছে, বিক্রি হচ্ছে মাত্র ৪৮০ টাকায়।” বাঙ্গালীপুরের কৃষক সাইফুল ইসলাম বলেন, “সরকার নির্ধারিত দামের কাছাকাছিও নেই বাজার। ব্যবসায়ীও নেই, আলুও বিক্রি হচ্ছে না।”

বোতলাগাড়ির কৃষক সুমন ইসলাম জানান, ঋণ করে আলু চাষ করেছিলেন, কিন্তু বাজারের দামে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আলু রপ্তানির ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানান— যাতে বাজার স্থিতিশীলতা ফিরে আসে। অনেক কৃষক ক্ষতির কারণে হিমাগার থেকে সামান্য আলু বের করে গরুকে খাওয়াচ্ছেন বলেও জানা গেছে।

গত বছর আলুর কারণে লাভবান হওয়া কিছু ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরাও এবার বড়ো লোকসানের মুখে পড়েছেন। সৈয়দপুরের আলু ব্যবসায়ী হাজী টুনটুন জানান, হাজার হাজার বস্তা আলু মজুত রেখেছেন, কিন্তু কেজিপ্রতি ১০ টাকা লোকসানের কারণে সেগুলো বের করতেও ভয় পাচ্ছেন।

স্থানীয় হিমাগারের মালিকরা জানান— গত বছর লাভজনক দামে দ্রুত আলু বের করে নিলেও এবার দাম না থাকায় আলু পড়ে রয়েছে। নতুন আলু বাজারে আসার আগেই পুরোনো আলু বের না করলে তারা আরও সমস্যায় পড়বেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর ইসলাম জানান, জেলায় প্রায় ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আগাম আলুর বীজ রোপণ শেষ হয়েছে, খুব শিগ্‌গিরই নতুন আলু বাজারে আসবে। দাম ভালো থাকলে কৃষকরা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন। এ বছর লক্ষ্য ধরা হয়েছে ২২ হাজার হেক্টর জমিতে আলু চাষের। মাঠে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাউজানে সংখ্যালঘু পরিবারের বসতঘরে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, দোষীদের ধরতে সহায়তামূলক তথ্য দিলে নগদ অর্থসহ উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, তবে অঙ্ক নির্দিষ্ট করা হয়নি।

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের দারুল উলুম মোড় এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

১৯ ঘণ্টা আগে

দেওয়ানগঞ্জের ঝাউডাংগা বিজিবি আউট পোস্ট বুধবার (২৪ ডিসেম্বর) সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়ি থেকে ৪৭ বান্ডেল ভারতীয় থান কাপড় জব্দ করেছে।

২০ ঘণ্টা আগে

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৯তম জন্মদিনে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ঘণ্টা আগে