পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন, হাসপাতাল বন্ধ ঘোষণা

প্রতিনিধি
ফরিদপুর
Thumbnail image
ছবি: সংগৃহীত

রোগীর পাইলসের অপারেশনের পরিবর্তে পিত্তথলির অপারেশন করার অভিযোগ উঠেছে এক প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে। যার কারণে হাসপাতালটি এখন তালাবন্ধ।

ঘটানাটি ঘটেছে, ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শাহ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে ।

এ ঘটনায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে , সোমবার (৮ সেপ্টেম্বর) ওই হাসপাতালে পাইলসের রোগীকে ভুলবশত পিত্তথলির অস্ত্রোপচার করা হয়। এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী হ্যাপি বেগম (৩৫) সদরপুর উপজেলার আসলাম হোসেনের স্ত্রী। তিনি পাইলস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক ডা. ফজলুল হক শোভনের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে ডা. নজরুল ইসলাম তার পিত্তথলির অস্ত্রোপচার করেন।

এ ঘটনার খবর পেয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এমওসিএস ডা. আল-আমিন সারোয়ার ও চিকিৎসা প্রযুক্তিবিদ আশিকুজ্জামান সুজন ঘটনাস্থলে ছুটে যান। সত্যতা যাচাইয়ের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তারা।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘ডাক্তার রোগীর কাগজপত্র সঠিকভাবে পরীক্ষা করেননি। এর ফলেই পাইলস রোগীর পিত্তথলির অপারেশন হয়েছে। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

পরে ভুক্তভোগী হ্যাপি বেগমকে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সিভিল সার্জন নিজে উপস্থিত থেকে চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি হাসপাতালের অন্যান্য রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সরকারি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ সময় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), ফরিদপুর জেলার সাধারণ সম্পাদকসহ চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দ এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

লাইট-ফ্যান পেয়ে উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, ‘পাহাড় চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে-নেয়ে হাঁপিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে

৩ ঘণ্টা আগে

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে প্রায় এক দশক ধরে প্রতি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। উপরন্তু প্রতিদিন চালক, সুপারভাইজার ও সহকারীর ট্রিপ হয় না

৩ ঘণ্টা আগে

র‍্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল

৩ ঘণ্টা আগে

১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে

৫ ঘণ্টা আগে