কুড়িগ্রাম
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধলক্ষাধিক টাকার মালপত্র কিনে দিয়েছে বিজিবি।
গতকাল শুক্রবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে এসব মালপত্র হস্তান্তর করেন।
তিনি বলেন, ফেলানী নিহতের প্রথম দিন থেকেই বিজিবি এ পরিবারের পাশে ছিল। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার প্রাপ্তিতে তাদের সহায়তার লক্ষ্যে বিজিবির তৎকালীন সিওরা ভারতে গেছেন। এ ছাড়া পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহনের জন্য ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি।
তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ফেলানীর বাবাকে ঈদ উপলক্ষে দোকানে পুঁজি হিসেবে আমরা অর্ধলক্ষাধিক টাকার মালপত্র কিনে দিয়েছি।
অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে আছে এবং থাকবে।
ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম বলেন, আমার মেয়েকে চোখের সামনে নির্মমভাবে হারিয়ে পরিবার নিয়ে যখন দিশাহারা ছিলাম, তখন থেকেই বিজিবি আমার পাশে ছিল। দোকান করে দেওয়া থেকে শুরু করে তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আজকে আমার দোকানে নতুন করে ৫০ হাজার টাকার বেশি মালপত্র কিনে দিয়েছে। এজন্য বিজিবির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি বিগত দিনের মতো বিজিবি সবসময় আমাদের পাশে থাকবে।
এ সময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, মিডিয়া মনিটরের প্রধান সমন্বয়ক ও ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, মিডিয়া মনিটরের সমন্বয়ক নাজমুল হাসানসহ প্রতিনিধিদল পুঁজি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিল। পরে সাংবাদিকরা ফেলানীর বাড়িতে গিয়ে তার বাবা-মা ও পরিবারের সঙ্গে ইফতার করেন এবং তাদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেন।
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধলক্ষাধিক টাকার মালপত্র কিনে দিয়েছে বিজিবি।
গতকাল শুক্রবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে এসব মালপত্র হস্তান্তর করেন।
তিনি বলেন, ফেলানী নিহতের প্রথম দিন থেকেই বিজিবি এ পরিবারের পাশে ছিল। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার প্রাপ্তিতে তাদের সহায়তার লক্ষ্যে বিজিবির তৎকালীন সিওরা ভারতে গেছেন। এ ছাড়া পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহনের জন্য ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি।
তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ফেলানীর বাবাকে ঈদ উপলক্ষে দোকানে পুঁজি হিসেবে আমরা অর্ধলক্ষাধিক টাকার মালপত্র কিনে দিয়েছি।
অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে আছে এবং থাকবে।
ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম বলেন, আমার মেয়েকে চোখের সামনে নির্মমভাবে হারিয়ে পরিবার নিয়ে যখন দিশাহারা ছিলাম, তখন থেকেই বিজিবি আমার পাশে ছিল। দোকান করে দেওয়া থেকে শুরু করে তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আজকে আমার দোকানে নতুন করে ৫০ হাজার টাকার বেশি মালপত্র কিনে দিয়েছে। এজন্য বিজিবির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি বিগত দিনের মতো বিজিবি সবসময় আমাদের পাশে থাকবে।
এ সময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, মিডিয়া মনিটরের প্রধান সমন্বয়ক ও ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, মিডিয়া মনিটরের সমন্বয়ক নাজমুল হাসানসহ প্রতিনিধিদল পুঁজি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিল। পরে সাংবাদিকরা ফেলানীর বাড়িতে গিয়ে তার বাবা-মা ও পরিবারের সঙ্গে ইফতার করেন এবং তাদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেন।
পার্বত্য অঞ্চলের দুর্গম বাবুছড়া এলাকায় ৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। সোমবার (২১ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া হেলিপ্যাড মাঠে এ কর্মসূচির আয়োজন করে ৭ বিজিবি ব্যাটালিয়ন।
১৯ মিনিট আগেবর্ষার প্রথম সকালে কিশোরগঞ্জ শহর যেন এক অপূর্ব স্নিগ্ধতায় ঢেকে ছিল। ওয়ালী নেওয়াজ খান কলেজের নিস্তরঙ্গ প্রাঙ্গণে তখনো ঘুমিয়ে ছিল প্রকৃতি। টাটকা বৃষ্টির পানিতে মাঠ ভিজে সিক্ত, বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁচা মাটির ঘ্রাণ। এমন শান্ত সকালে ঠিক ৯টা ৪৫ মিনিটে হঠাৎই নিস্তব্ধতা ভেঙে শোনা যায় এক আকর্ষণীয় ডাক- “কোয়
২৭ মিনিট আগেপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইটের সামনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল।
৩৭ মিনিট আগেসাভারে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে পুলিশ কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং মানিকগঞ্জের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপার্বত্য অঞ্চলের দুর্গম বাবুছড়া এলাকায় ৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। সোমবার (২১ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া হেলিপ্যাড মাঠে এ কর্মসূচির আয়োজন করে ৭ বিজিবি ব্যাটালিয়ন।
বর্ষার প্রথম সকালে কিশোরগঞ্জ শহর যেন এক অপূর্ব স্নিগ্ধতায় ঢেকে ছিল। ওয়ালী নেওয়াজ খান কলেজের নিস্তরঙ্গ প্রাঙ্গণে তখনো ঘুমিয়ে ছিল প্রকৃতি। টাটকা বৃষ্টির পানিতে মাঠ ভিজে সিক্ত, বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁচা মাটির ঘ্রাণ। এমন শান্ত সকালে ঠিক ৯টা ৪৫ মিনিটে হঠাৎই নিস্তব্ধতা ভেঙে শোনা যায় এক আকর্ষণীয় ডাক- “কোয়
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইটের সামনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল।
সাভারে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে পুলিশ কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং মানিকগঞ্জের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।