কসবা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
Thumbnail image
গ্রেপ্তার দুই ভারতীয় নাগরিক। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার সকালে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) টহল দল কসবা উপজেলার কৈখলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কসবা থানা পুলিশে হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে।

গ্রেপ্তারা হলো সঞ্জিত দেব বর্মা ও বিমল দেব বর্মা। দুজনই ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের বাসিন্দা।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত পিলার ২০৫৫/এম সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস বলেন, গ্রেপ্তারদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পার্বত্য অঞ্চলের দুর্গম বাবুছড়া এলাকায় ৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। সোমবার (২১ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া হেলিপ্যাড মাঠে এ কর্মসূচির আয়োজন করে ৭ বিজিবি ব্যাটালিয়ন।

১৩ মিনিট আগে

বর্ষার প্রথম সকালে কিশোরগঞ্জ শহর যেন এক অপূর্ব স্নিগ্ধতায় ঢেকে ছিল। ওয়ালী নেওয়াজ খান কলেজের নিস্তরঙ্গ প্রাঙ্গণে তখনো ঘুমিয়ে ছিল প্রকৃতি। টাটকা বৃষ্টির পানিতে মাঠ ভিজে সিক্ত, বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁচা মাটির ঘ্রাণ। এমন শান্ত সকালে ঠিক ৯টা ৪৫ মিনিটে হঠাৎই নিস্তব্ধতা ভেঙে শোনা যায় এক আকর্ষণীয় ডাক- “কোয়

২১ মিনিট আগে

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইটের সামনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল।

৩১ মিনিট আগে

সাভারে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে পুলিশ কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং মানিকগঞ্জের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩৯ মিনিট আগে