সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যাকাণ্ড ও গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের শহীদ রফিক চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি আয়োজন করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বক্তারা শহীদ সাংবাদিক শরীফ ওসমান হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যম কার্যালয়ে মব সৃষ্টি করে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। এর আগেও বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। অনেক সাংবাদিকের ওপর আক্রমণ হয়েছে এবং কেউ কেউ প্রাণ হারিয়েছেন।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এসব ঘটনায় এখনও কার্যকর বিচার হয়নি। প্রশাসন গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বরাবরই নিরব ভূমিকা পালন করেছে। বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান, সাংবাদিক ও গণমাধ্যম কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আশার আলো হিসেবে প্রতিষ্ঠিত ছনকা উচ্চ বিদ্যালয় এখন অনিশ্চয়তায় পড়েছে। বিদ্যালয়টি চরাঞ্চল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, যা স্থানীয়দের মতে চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

১ ঘণ্টা আগে

এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। বিএসইসি সভাকক্ষে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং এবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ আনোয়ারুল আলম।

২ ঘণ্টা আগে

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যাকাণ্ড ও গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের শহীদ রফিক চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি আয়োজন করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।

২ ঘণ্টা আগে

দেশজুড়ে শীতের প্রকোপ আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে, পাশাপাশি উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার আশঙ্কাও রয়েছে।

৩ ঘণ্টা আগে