মহেশপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক ৯ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর

প্রতিনিধি
ঝিনাইদহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ বাংলাদেশিকে আটক করে। তাঁদের মধ্যে আছেন ২ পুরুষ, ২ নারী ও এক শিশু। পরে রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ৬১/১-এস এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর-৫৮ বিজিবির শ্রীনাথপুর বিওপির হাতে তাঁদের হস্তান্তর করা হয়।

এরপর রোববার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে একই ব্যাটালিয়নের জোড়পাড়া বিএসএফ ক্যাম্প অবগত করে যে, আরও ৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জন (২ নারী ও এক শিশু) বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এবং অপরজন (এক পুরুষ) ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। বিকেল ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৬০/৩১-আর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদেরও বাঘাডাংগা কোম্পানি কমান্ডার বিজিবির কাছে হস্তান্তর করেন।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, প্রথম দফায় ফেরত আসা ৫ জনকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আর দ্বিতীয় দফায় আটক হওয়া ৪ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে মামলা এবং ১ জনকে জিডির মাধ্যমে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য রমজান খানের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব

২৭ মিনিট আগে

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

১২ ঘণ্টা আগে

কালের বিবর্তনে গ্রাম বাংলার বহু ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। একসময় বিভিন্ন মৌসুমে গ্রামে-গঞ্জে নানা খেলাধুলার আয়োজন হতো, যার অধিকাংশই এখন আর দেখা যায় না।

১৩ ঘণ্টা আগে

রাঙামাটির পর্যটনশিল্পে চলছে গভীর মন্দা। বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় প্রায় এক মাস ধরে সম্পূর্ণ ডুবে আছে জেলার প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু। এতে পর্যটনকেন্দ্রটি বর্তমানে পর্যটকশূন্য এবং স্থানীয় ব্যবসায়ী ও আবাসিক হোটেলগুলো বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

১৩ ঘণ্টা আগে