নীলফামারীর নীলসাগর

শীতের আগমনে দর্শনার্থীদের ভিড়

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর প্রাচীন বিন্নাদীঘি এখন ‘নীলসাগর’ নামে পরিচিত। যদিও এটি সাগরের মতো বিশাল নয়, তবু দৃষ্টিনন্দন। ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ৮ম থেকে ৯ম শতকে খনন করা হয়েছিল। স্থানীয় ইতিহাস অনুযায়ী, পান্ডবরা বনবাসের সময় পানির চাহিদা মেটাতে বৈদিক রাজা বিরাট এই দীঘি খনন করেছিলেন। কালক্রমে নাম হয়েছে বিরাট দীঘি, বিল্টা দীঘি, বিন্নাদীঘি এবং ১৯৭৯ সালে আধুনিকায়নের পর নীলসাগর নামে পরিচিত হয়।

9.3

নীলসাগর জেলা শহর থেকে ১৫ কিমি দূরে, গোড়গ্রাম ইউনিয়নের ধোপা ডাঙ্গা গ্রামে অবস্থিত। দীঘির আয়তন ৫৩.৯০ একর, জলরাশি ৩৩ একর এবং গভীরতা ৩০–৩২ ফুট। পাড়ের গাছপালা ও অন্যান্য আকর্ষণীয় স্থান ২০.৯০ একর। দীঘিতে ১৫–২০ কেজির মাছও পাওয়া যায়। ২৪ ঘণ্টার টিকিট ২৫ হাজার টাকা, সাধারণ দর্শনার্থীর প্রবেশ মূল্য ২০ টাকা, মোটরসাইকেল ৫০ টাকা, মাইক্রোবাস পার্কিং ১০০ টাকা এবং বড় বাস ২০০ টাকা। রেস্ট হাউসে রাত্রীযাপনের সুবিধাও রয়েছে।

9.1

দীঘির ছায়াযুক্ত পরিবেশ, বিভিন্ন গাছপালা, অতিথি পাখি, মন্দির ও মসজিদসহ প্রকৃতির সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। শীতকালে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এখানে আসে।

চলতি বছরের ৩০ অক্টোবর জেলা প্রশাসনের উদ্যোগে ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নীলসাগরে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। ওয়াকওয়ে, গোলঘর ও এভিয়ারী নির্মাণসহ পুকুর উন্নয়ন কাজ চলমান।

9.2

নীলসাগরে নারিকেল, বনবাবুল, আকাশমণি, দেবদারু, মেহগনি, বেতগাছ, শিশুগাছসহ বিভিন্ন ফুল ও ফলের বৃক্ষরাজি রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে রাজহাঁস, মার্গেঞ্জার, মাছরাঙা, ভুবনচিল, সবুজ চান্দি ফুটকি, বাচাল নীল ফুটকি সহ অতিথি পাখির সমাগম ঘটে। ১৯৯৮ সালে নীলসাগরকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয় এবং ১৯৯৯ সালে উদ্বোধন করা হয়।

প্রতি বছর চৈত্রসংক্রান্তিতে হিন্দু সম্প্রদায় বারুণী স্নান মেলার আয়োজন করে। মেলায় মাটির তৈজসপত্র, পিঠা, গুড়ের জিলাপি ও সাংস্কৃতিক আয়োজন হয়। প্রতিদিন শতশত পর্যটক ভ্রমণে আসে। তবে চারপাশের সীমানা প্রাচীর কম হওয়ায় নিরাপত্তা কিছুটা বিঘ্নিত হচ্ছে।

9.4

১৯৭৯ সালে তৎকালীন মহকুমা প্রশাসক নীলসাগরকে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত করান। বর্তমান জেলা প্রশাসক দর্শনার্থীদের ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকা থেকে সৈয়দপুরে এসে সড়ক, বিমান বা রেলপথে বাস, মাইক্রোবাস ও রিকশাভ্যানে যাওয়া সম্ভব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর প্রাচীন বিন্নাদীঘি এখন ‘নীলসাগর’ নামে পরিচিত। যদিও এটি সাগরের মতো বিশাল নয়, তবু দৃষ্টিনন্দন। ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ৮ম থেকে ৯ম শতকে খনন করা হয়েছিল। স্থানীয় ইতিহাস অনুযায়ী, পান্ডবরা বনবাসের সময় পানির চাহিদা মেটাতে বৈদিক রাজা বিরাট এই দীঘি খনন করেছিলেন। কালক্রমে নাম হয়েছে বিরাট দীঘি, বি

৩ ঘণ্টা আগে

নীলফামারী শহরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা সুফিয়া ইয়াছমিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নিয়মিত ইবাদত করে যাচ্ছেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজে বিশেষ দোয়া করার পাশাপাশি নফল নামাজ, তাহাজ্জুদ এবং নফল রোজা পালন করছেন।

৪ ঘণ্টা আগে

শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলাম বুধবার (১০ নভেম্বর) নালিতাবাড়ী থানা, সার্কেল অফিস ও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

৪ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষে খুলনায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর মানববন্ধন ও র‌্য‌্যালিতে বক্তারা বলেন, ফৌজদারি বিচার ব্যবস্থার দুর্বলতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নির্যাতন এখনো থামেনি। গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, কারাগারে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সহিংসতা দেশের প

৪ ঘণ্টা আগে