আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল মহালছড়ি উপজেলা প্রশাসন

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ক্ষতিগ্রস্ত ২৮টি দোকানের মালিক ও ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ সহ চাল বিতরণ করা হয়।

বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানের পাশেই এ সহায়তা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির স্থানীয় সরকারের উপ পরিচালক নাজমুন আরা সুলতানা,মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান সহ স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

এসময় নাজমুন আরা সুলতানা বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে ক্ষতির প্রকৃত পরিমাণ যাচাই করে আরও সহযোগিতার ব্যবস্থা করা হবে।

সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ব্যবসায়ী পলাশ ধর, তিনি বলেন স্বর্ণের দোকানটি আমার একমাত্র আয়ের উৎস ছিলো সেটা আজ পুড়ে ছাই, শেষ হয়ে গেছি আমরা, এ সহযোগি আমাদের অনেক উপকার করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ নভেম্বর) মহালছড়ি বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে ২৩ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

উপজেলা প্রশাসনের এ সহায়তা কর্মসূচি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নতুন করে বাঁচার আশা জাগিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামক ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

১১ ঘণ্টা আগে

কুড়িগ্রামের রৌমারীতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মিথ্যা অপবাদ সইতে না পেরে বিষপান করেছেন ভাইবোন। এ ঘটনায় বোনের মৃত্যু হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ধুলিহর (সানাপাড়া) এলাকার মোঃ ইমদাদুল ইসলাম (২৭), রহমত (৪৩) ও মোঃ আশিকুজ্জামান (২৫)।

১ দিন আগে

ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটকে শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর নামে নামকরণ করা হয়েছে, যিনি শৈশব ও কৈশোরের অমলিন স্মৃতিগুলো এই এলাকার নদীর তীর ও ঘাটের সঙ্গে জড়িয়ে ছিলেন। বরিশাল বিআইডব্লিউটি-এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

১ দিন আগে