নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় জনগণ: জোনায়েদ সাকি

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
গণসংহতি আন্দোলন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় জোনায়েদ সাকিসহ অতিথিরা

ঈদের পর দেশের জনগণ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

গতকাল সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সি.কে ঘোষ রোডের একটি রেস্টুরেন্টে জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। নির্বাচনের জন্য যেমনি সংস্কার দরকার, তেমনি সংস্কারের জন্যও নির্বাচন দরকার। কারণ, জনগণের সম্মতি ছাড়া সংস্কার সম্ভব হবে না। কাজেই সংস্কার এবং নির্বাচনকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। ঈদের পর দেশের জনগণ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ জানতে চায়। সেই রোডম্যাপ রাজনৈতিক স্থিতিশীলতা আনতে কাজ করবে।

‘নূন্যতম জাতীয় ঐক্যের মধ্য দিয়েই সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই পারে বাংলাদেশকে গণতন্ত্রের গতিমুখে ফেরাতে’ শীর্ষক এই আলোচনা সভায় জোনায়েদ সাকি আরও বলেন, একটি গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবেশে রাজনৈতিক সিদ্ধান্ত যা হচ্ছে, তা সবার সম্মুখেই হচ্ছে। জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে যত গুম, খুন ও নির্বিচারে হত্যাকাণ্ড হয়েছে, সেটার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনাসহ যারা দায়ী তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেখছি সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এই অস্থিরতার উদ্দেশ্য কী। এমন কোনো ভূমিকা নেওয়া ঠিক হবে না, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। আমরা ফ্যাসিস্ট ব্যবস্থার বদলের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এটা জাতীয় ঐক্যের মাধ্যমে করতে হবে।

দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা মানে ষড়যন্ত্রের চেষ্টা উল্লেখ করে করে জোনায়েদ সাকি আরও বলেন, সবাইকে ঐক্য বজায় রাখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সভায় গণসংহতি আন্দোলন ময়মনসিংহের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এআরএম মুসাদ্দিক আসিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন।

এতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, নারী নেত্রী রাহাত জাহান, জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব হাতেম রানা, মহানগর সুজনের সম্পাদক আলী ইউসুফ, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় এবার ভূমি সেবার ক্ষেত্রে সৃষ্টি করেছে নতুন দৃষ্টান্ত। দেশের প্রথম জেলা হিসেবে এখানে চালু করা হয়েছে ভূমি কর্পোরেট সেবা কার্যক্রম, যার ফলে সেবা প্রার্থীদের জন্য খুলে গেছে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী সেবার দ্বার।

২ মিনিট আগে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার (২১ এপ্রিল) দুপুর ৩টা থেকে তাঁরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

১১ মিনিট আগে

খোলা জায়গায় বিপজ্জনকভাবে পেট্রল-অকটেন বিক্রির পরিণতি এবার ভয়াবহ চিত্রে ধরা পড়লো। রোববার ভোরে ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক দোকানে আগুন লেগে পুড়ে মারা গেছেন আমির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ী।

১৪ মিনিট আগে

খুলনার ডুমুরিয়ায় ভ্যানচালক মো. মহিদুল শেখ মিলন (৩৮) হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ডুমুরিয়া থানা পুলিশের দুটি পৃথক দল খুলনা, চট্টগ্রাম ও যশোরে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

১৫ মিনিট আগে