ঝালকাঠি প্রতিনিধি
জুলাই আন্দোলনে নিহত ১০ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে ঝালকাঠি লেডিস ক্লাব।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ধানসিঁড়ি মহিলা ক্লাবে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা খানম।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ১০ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে ঝালকাঠি লেডিস ক্লাব।
এ সময় লেডিস ক্লাবের সহসভাপতি টুম্পা সরকার, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান ও অন্তরা হালদার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লেডিস ক্লাবের সভাপতি বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইলফলক হিসেবে থাকবে। নিহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। চেক বিতরণের পর লেডিস ক্লাবের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জুলাই আন্দোলনে নিহত ১০ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে ঝালকাঠি লেডিস ক্লাব।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ধানসিঁড়ি মহিলা ক্লাবে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা খানম।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ১০ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে ঝালকাঠি লেডিস ক্লাব।
এ সময় লেডিস ক্লাবের সহসভাপতি টুম্পা সরকার, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান ও অন্তরা হালদার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লেডিস ক্লাবের সভাপতি বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইলফলক হিসেবে থাকবে। নিহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। চেক বিতরণের পর লেডিস ক্লাবের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।