ক্ষমা চাইলেন কান ধরে ওঠবস করানো সেই নেতা

প্রতিনিধি
লক্ষ্মীপুর
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৫: ৫৫
Thumbnail image
বাঁয়ে কান ধরে ওঠবস করানো ভুক্তভোগী, বণিক সমিতির নেতা (মাঝে), আরেক ভুক্তভোগী (ডানে)। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে রোজা না রেখে দোকানে খাওয়ার কারণে খাবার হোটেল থেকে বের করে বৃদ্ধ, যুবকসহ কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন।

গতকাল বুধবার রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় নিজের ভুল স্বীকার করে এক ভিডিও বার্তায় ভুক্তভোগী দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়। ভুক্তভোগী দুজনকেও আমরা এনেছি। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। এ ছাড়া আজিজ নিজেও ক্ষমা চেয়েছেন। এতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভুক্তভোগী আরেকজনকে আমরা খুঁজে পাইনি। এ বিষয়ে অন্য কেউ যদি অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব।

পুলিশের মধ্যস্থতায় মীমাংসার পর ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু নামে দুজনকে জড়িয়ে ধরেন এবং ক্ষমা চান।

ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, ‘কয়েকজন হোটেলে খাবারের জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে ওনাদেরকে বলেছি, আপনারা কেন খাচ্ছেন। আপনারা তো মুসলমান। সেক্ষেত্রে তারা বলেছে রোজা রাখেনি। আমি বলেছি ভবিষ্যতে রোজা রাখবেন। আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি, সে জন্য এমন কিছু করা ঠিক হয়নি। এ জন্য ওনাদের কাছে ক্ষমা চাই। ওনারা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি এ ধরনের পুনরাবৃত্তি আর কখনো করব না। এমন কাজের সঙ্গে জড়িত হব না।’

এর আগে বুধবার দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে বণিক সমিতি নেতা আজিজ লাঠি হাতে অভিযান চালায়। এ সময় রোজাহীন কয়েকজন যুবক-বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় প্রকাশ্যে তিনি কানে ধরে ওঠবস করতে বাধ্য করেন। ঘটনাটির কয়েক টুকরা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানান সমালোচনা। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় সংবাদ প্রকাশ হয়। এতে রাতেই সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার এলাকায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন।

২ মিনিট আগে

ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১১ মিনিট আগে

সুন্দরবনের ১০ কিলোমিটার মধ্যে নতুন কোনও শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ মন্ত্রণালয়।

১৬ মিনিট আগে

কক্সবাজারের উখিয়ায় একটি দোকান ভাড়া সংক্রান্ত তুচ্ছ বিরোধে মোহাম্মদ ইকবাল (৫২) নামের এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

১ ঘণ্টা আগে