খুলনায় ভ্যানচালক হত্যা:

হত্যাকাণ্ডে জড়িত ৫ জন গ্রেফতার, ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ভ্যানচালক মো. মহিদুল শেখ মিলন (৩৮) হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ডুমুরিয়া থানা পুলিশের দুটি পৃথক দল খুলনা, চট্টগ্রাম ও যশোরে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ ডুমুরিয়ার উত্তর গোবিন্দকাঠি এলাকা থেকে মিলনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পেশায় একজন ইঞ্জিনচালিত ভ্যানচালক ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- খবির উদ্দিন শেখের ছেলে শরীফুল শেখ (৪৫), শওকত শেখের ছেলে মো. রাফসান (২৪), নুরুল ইসলামের ছেলে মো. এনাম (২৩), কাজেম ফকিরের ছেলে মো. গফুর ফকির (৪৩) ও খোদা বক্স সরদারের ছেলে মঞ্জুরুল সরদার (৪২)।

শনিবার অভিযান চালিয়ে চট্টগ্রামের সিএমপির সদরঘাট এলাকা থেকে রাফসান ও এনামকে, খুলনার গোবিন্দকাঠি থেকে শরীফুলকে এবং যশোরের কেশবপুর থেকে গফুর ও মঞ্জুরুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে মিলনের ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছে। ঘটনার দিন ১৩ মার্চ সন্ধ্যায় রাফসান ও এনাম ডুমুরিয়ার আঠারো মাইল কাঁচা বাজার এলাকা থেকে মিলনের ভ্যান ভাড়া নেয়। তারা তাকে নিয়ে যায় উত্তর গোবিন্দকাঠির ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে, যেখানে শরীফুল ও মঞ্জুরুল আগে থেকেই ওঁত পেতে ছিল।

সেখানে চারজন মিলে মিলনকে ভদ্রা নদীর পাশের একটি বাগানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর তারা মিলনের ইঞ্জিনচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে সেটি গফুর ফকিরের কাছে বিক্রি করে।

গ্রেফতারকৃত পাঁচজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে আর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর সৈয়দপুরে দুইজন গুণী প্রধান শিক্ষককে অবসর ও বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

১ ঘণ্টা আগে

মাদক ব্যাবসা ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নবাসী প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রতিবাদকারীদের কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

১ ঘণ্টা আগে

ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও সরকারী কেসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ।

১ ঘণ্টা আগে

সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করার পাশাপাশি জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিমজোন। এই অভিযানে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি।

২ ঘণ্টা আগে