পঞ্চগড়ে ভাষা ও বির্তক ক্লাবের যাত্রা শুরু

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ বাংলাদেশে মেধাবী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে পার্লামেন্টারী বিতর্কের মাধ্যমে ভাষা ও বির্তক ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগার ভাষা ও বির্তক ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ছয়টি বিদ্যালয়ের সমন্বয়ে পার্লামেন্টারিয়ান বির্তক প্রতিযোগিতা। এতে স্পিকারের দ্বায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

এর আগে তিনি, প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচন করে ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করেন।উদ্বোধন উপলক্ষে পঞ্চগড় নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

image 12.2

নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের সদস্য এ্যাড. আহসান হাবীবের সঞ্চালনায় ও আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নানা মব চলছিল। শিক্ষকদের দ্বায়িত্ব থেকে সড়িয়ে দেয়া হচ্ছিল। এসব থেকে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে ভাষা ও বির্তক ক্লাবের উদ্বোধন করা হয়েছে। এখানে বিতর্কের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষা দেয়া হবে। যাতে করে তারা ভাষা শিখে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নিজের কর্মসংস্থান তৈরী করতে পারে।

এসময় জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রায় ৬৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথম ভাষা এবং বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগষ্ট বিপ্লবের পর এই ঐতিহ্যবাহী পাঠাগারটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। পঞ্চগড়ের তরুণদের দাবীর প্রেক্ষিতে নজরুল পাঠাগারে ভাষা ও বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। এটা একটি নতুন এবং দৃষ্টান্তমুলক উদ্যোগ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

১২ ঘণ্টা আগে

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের

১২ ঘণ্টা আগে

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন

১৩ ঘণ্টা আগে

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস

১৩ ঘণ্টা আগে