ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

প্রতিনিধি
ভালুকা, ময়মনসিংহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করলেও, ভালুকা-গফরগাঁও সড়কের সেবা হাসপাতালের বিপরীতে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে একটি মিনি ময়লার ভাগাড়। আশপাশের বাসিন্দাদের দ্বারা নিয়মিতভাবে এখানে ময়লা ফেলা হলেও, বাধাদানকারী কোনো কর্তৃপক্ষ নেই।

স্থানীয়রা জানান, এই ময়লার ভাগাড়ের কারণে চরম দুর্গন্ধ ছড়াচ্ছে, যা দিয়ে পথচলাচল করাও দুর্বিষহ। বিশেষ করে হাসপাতালের বিপরীতে অবস্থিত এই ভাগাড়টি স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এবং পৌর সৌন্দর্য্য নষ্ট করছে। ইউএনও’র পরিচ্ছন্নতা অভিযানের সাফল্যকে ম্লান করে দিয়ে এই অবহেলিত ভাগাড় যেন "বাতির নীচেই অন্ধকার"-এর মতো পরিস্থিতি তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভালুকা-গফরগাঁও সড়কের এই গুরুত্বপূর্ণ স্থানে আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিতভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। ফলে সেখানে এখন জমে উঠেছে বিশাল আকারের ময়লার স্তূপ। এই আবর্জনা থেকে নির্গত দুর্গন্ধে পথচারীদের চলাচল যেমন কষ্টকর হয়ে পড়েছে, তেমনি হাসপাতালের রোগী ও আশপাশের বাসিন্দারাও পড়েছেন স্বাস্থ্যঝুঁকিতে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই জায়গাটিকে একটি অনানুষ্ঠানিক ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সমস্যাটি দিন দিন প্রকট হয়ে উঠছে।

একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপজেলা প্রশাসন যেখানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে, সেখানে উপজেলা পরিষদের সামনেই যদি এমন দৃশ্য দেখা যায়, তাহলে সেটি হতাশাজনক।

স্থানীয় পরিবেশ সচেতন সংগঠনগুলো বলছে, দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ করে সেখানে ময়লা ফেলার বিরুদ্ধে সাইনবোর্ড ও নজরদারির ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একইসাথে পৌরসভার আবর্জনা ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় বিকল্প ডাম্পিং এলাকা নির্ধারণ করা উচিত।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, বর্তমান প্রশাসনের পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়ে যে আন্তরিক প্রচেষ্টা চলছে, সেই ধারাবাহিকতায় এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিষয়:

ময়মনসিংহ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৯ জুন তাকে ও উপস্থাপক নাহিদ হেলালকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

৯ মিনিট আগে

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে ঠেলে (পুশব্যাক) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

২২ মিনিট আগে

সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরায় আইলার ক্ষত ১৬ বছরেও শুকায়নি। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট 'আইলা' আঘাতে মুহূর্তের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে যায়।

৩৩ মিনিট আগে