সাতক্ষীরা ২ আসনে রউফের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী বহিষ্কৃত আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে শনিবার (১৫ নভেম্বর) সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে কয়েক হাজার বিএনপি কর্মী–সমর্থক অবস্থান নিলে সাতক্ষীরা–কালিগঞ্জ ও সাতক্ষীরা–আশাশুনি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক ঘণ্টার এ বিক্ষোভে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

এর আগে সংগীতার মোড় থেকে মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ে এসে অবস্থান নেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতীর সমর্থকেরা। তারা স্লোগান দেন- “দুঃসময়ের চিশতী ভাইকে চাই”, “অবৈধ মনোনয়ন মানি না”, “৩ তারিখের মনোনয়ন প্রত্যাহার করতে হবে” ইত্যাদি।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বিক্ষোভকারীরা দাবি করেন—বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে তাজকিন আহমেদ চিশতীকে সাতক্ষীরা-২ আসনে প্রার্থী ঘোষণা করতে হবে। মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর অজিয়ার রহমান, মতিনুর রহমান কচি, সৈয়দ জাহিদুর রহমান বাপী, মাহমুদ আলী ও ছাত্রদল নেতা শিহাবুজ্জামান।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে ঘোষিত ২৩৭ আসনের তালিকায় সাতক্ষীরা-২ আসনে শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত জেলা বিএনপি নেতা আব্দুর রউফকে প্রার্থী করা হয়। ওই ঘোষণার পর রাতেই তার মনোনয়ন বাতিলের দাবিতে আলিমপন্থীরা শহরে মশাল মিছিল করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ধুলিহর (সানাপাড়া) এলাকার মোঃ ইমদাদুল ইসলাম (২৭), রহমত (৪৩) ও মোঃ আশিকুজ্জামান (২৫)।

২ ঘণ্টা আগে

ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটকে শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর নামে নামকরণ করা হয়েছে, যিনি শৈশব ও কৈশোরের অমলিন স্মৃতিগুলো এই এলাকার নদীর তীর ও ঘাটের সঙ্গে জড়িয়ে ছিলেন। বরিশাল বিআইডব্লিউটি-এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

৩ ঘণ্টা আগে

বাগেরহাটের ফকিরহাটে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা এজি চার্চে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কলকলিয়া এজি চার্চে প্রার্থনা ও কেক কেটে দিনটির শুভ সূচনা করা হয়। শিশু-কিশোররা কেক কেটে আনন্দ ভাগাভাগি করে, পরে পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় গান।

৩ ঘণ্টা আগে

নরসিংদীর -৫ আসনে রায়পুরা কেন্দ্র থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার তৌফিকুর রহমান, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

৪ ঘণ্টা আগে