নিখাদ খবর ডেস্ক
নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে ভয়াবহ হামলার শিকার হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা ও তার দুই স্বজন। হামলায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের (৫৫) ডান হাতের কবজি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই ইমরান হোসেন ও চাচাতো ভাই বাবলু শরীফ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শারুলিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফকির মিরাজুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য কাজী রওশান কাজীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রওশান কাজী ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে মিরাজুলের বাড়িতে হামলা চালায়।
আহত মিরাজুল ইসলাম জানান, “আমি, আমার ভাই ইমরান ও চাচাতো ভাই বাবলু বাড়ির আঙিনায় বসে কথা বলছিলাম। হঠাৎ রওশান কাজী, বাদশা গাজী, নারান গাজী, কচি, মারুফ, বণিক কাজীসহ অন্তত ২০ জন এসে আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। ভাইদেরও নৃশংসভাবে কুপিয়েছে।”
আহতদের মধ্যে মিরাজুল ও বাবলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে তাৎক্ষণিকভাবে নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেলী জামান জানান, “মিরাজুল ইসলামের আগে থেকেই পায়ে জখম ছিল। সেই পুরনো জখমে আবার আঘাত করা হয়েছে। তার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাবলু শরীফের অবস্থাও গুরুতর।”
এদিকে ইমরান ফকিরকে ভর্তি করা হয়েছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হামলার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “ঘটনার তদন্ত চলছে। এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”
এই নৃশংস হামলার ঘটনায় শারুলিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে ভয়াবহ হামলার শিকার হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা ও তার দুই স্বজন। হামলায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের (৫৫) ডান হাতের কবজি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই ইমরান হোসেন ও চাচাতো ভাই বাবলু শরীফ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শারুলিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফকির মিরাজুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য কাজী রওশান কাজীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রওশান কাজী ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে মিরাজুলের বাড়িতে হামলা চালায়।
আহত মিরাজুল ইসলাম জানান, “আমি, আমার ভাই ইমরান ও চাচাতো ভাই বাবলু বাড়ির আঙিনায় বসে কথা বলছিলাম। হঠাৎ রওশান কাজী, বাদশা গাজী, নারান গাজী, কচি, মারুফ, বণিক কাজীসহ অন্তত ২০ জন এসে আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। ভাইদেরও নৃশংসভাবে কুপিয়েছে।”
আহতদের মধ্যে মিরাজুল ও বাবলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে তাৎক্ষণিকভাবে নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেলী জামান জানান, “মিরাজুল ইসলামের আগে থেকেই পায়ে জখম ছিল। সেই পুরনো জখমে আবার আঘাত করা হয়েছে। তার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাবলু শরীফের অবস্থাও গুরুতর।”
এদিকে ইমরান ফকিরকে ভর্তি করা হয়েছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হামলার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “ঘটনার তদন্ত চলছে। এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”
এই নৃশংস হামলার ঘটনায় শারুলিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সালথা-নগরকান্দা কুমার নদীতে বৈদ্যুতিক শক ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ স্বীকারে বিপাকে পড়েছেন কাজল ডাঙ্গা বিলের মৎস্যজীবীরা। বেশি মাছ পাওয়ার আশায় কতিপয় জেলে কারেন্ট জালে মাছ ধরছেন। এতে নদীতে থাকা মাছের পোনা, কীটপতঙ্গ, সাপ এবং ব্যাঙ মারা পড়ছে।
১৮ মিনিট আগেরাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৩৮ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪ ঘণ্টা আগেভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন- হত্যা, পথে- ঘাটে বস্ত্রহরণ সহ মসজিদ-মাদ্রাসা, বাড়ী-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগেসালথা-নগরকান্দা কুমার নদীতে বৈদ্যুতিক শক ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ স্বীকারে বিপাকে পড়েছেন কাজল ডাঙ্গা বিলের মৎস্যজীবীরা। বেশি মাছ পাওয়ার আশায় কতিপয় জেলে কারেন্ট জালে মাছ ধরছেন। এতে নদীতে থাকা মাছের পোনা, কীটপতঙ্গ, সাপ এবং ব্যাঙ মারা পড়ছে।
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন- হত্যা, পথে- ঘাটে বস্ত্রহরণ সহ মসজিদ-মাদ্রাসা, বাড়ী-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।