সীতাকুণ্ড-সন্দ্বীপ রুট:
নিখাদ খবর ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ড ও সন্দ্বীপের মধ্যে ফেরি চলাচল আগামীকাল বুধবার থেকে সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, বর্তমানে চলাচলরত ফেরি ‘কপোতাক্ষ’ বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাই ফেরিটি রুট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা। ফেরি চলাচল বন্ধের প্রতিবাদে সন্দ্বীপ যাত্রী কল্যাণ পরিষদের ব্যানারে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, “মৌসুমি আবহাওয়া দ্রুত পরিবর্তন হওয়ায় এই সামুদ্রিক পথে কপোতাক্ষের চলাচল নিরাপদ নয়। তাই এটি অভ্যন্তরীণ নৌরুটে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এমভি মালঞ্চ নামে একটি যাত্রীবাহী জাহাজ দিয়ে সীমিত যাত্রী পরিবহন চালু থাকবে, তবে ঘাটটি পূর্ণাঙ্গভাবে সচল রাখা যাচ্ছে না।”
তিনি আরও জানান, ফেরি কপোতাক্ষকে চাঁদপুরে ফিরিয়ে নেওয়া হবে এবং আগামী জুনের মধ্যে এই রুটে দুটি সি-ট্রাক চালু করার প্রস্তুতি চলছে। এর আগে থেকেই জানানো হয়েছিল, কপোতাক্ষ এ রুটে সারা বছর চলাচলের জন্য উপযুক্ত নয়, বরং উপকূলীয় ফেরি প্রয়োজন।
সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমা বলেন, বিআইডব্লিউটিসির এক উপমহাব্যবস্থাপক তাঁকে মৌখিকভাবে ফেরি চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছেন।
ফেরি বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে সন্দ্বীপ যাত্রী কল্যাণ পরিষদের অন্যতম সমন্বয়কারী ওমর ফয়সাল বলেন, “আবহাওয়ার কারণে ফেরি সাময়িক বন্ধ থাকতেই পারে, কিন্তু ঘাট অচল করে পুরো ফেরিটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। আবহাওয়া অনুকূলে থাকলে বিরতি দিয়ে হলেও কপোতাক্ষ ফেরি চালু রাখা উচিত।”
এদিকে, বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান জানিয়েছেন, নতুন সি-ট্রাক না আসা পর্যন্ত ঘাট পুরোপুরি সচল রাখা সম্ভব নাও হতে পারে। তবে আগামী অক্টোবরের মধ্যে বিআইডব্লিউটিসির একটি নির্মাণাধীন উপকূলীয় ফেরি এই রুটে যুক্ত হতে পারে বলে আশা করা যাচ্ছে।
নিরাপত্তার কথা মাথায় রেখেই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিলেও স্থানীয়দের দাবি, সন্দ্বীপের সঙ্গে নিয়মিত নৌযোগাযোগ নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন জরুরি।
চট্টগ্রামের সীতাকুণ্ড ও সন্দ্বীপের মধ্যে ফেরি চলাচল আগামীকাল বুধবার থেকে সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, বর্তমানে চলাচলরত ফেরি ‘কপোতাক্ষ’ বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাই ফেরিটি রুট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা। ফেরি চলাচল বন্ধের প্রতিবাদে সন্দ্বীপ যাত্রী কল্যাণ পরিষদের ব্যানারে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, “মৌসুমি আবহাওয়া দ্রুত পরিবর্তন হওয়ায় এই সামুদ্রিক পথে কপোতাক্ষের চলাচল নিরাপদ নয়। তাই এটি অভ্যন্তরীণ নৌরুটে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এমভি মালঞ্চ নামে একটি যাত্রীবাহী জাহাজ দিয়ে সীমিত যাত্রী পরিবহন চালু থাকবে, তবে ঘাটটি পূর্ণাঙ্গভাবে সচল রাখা যাচ্ছে না।”
তিনি আরও জানান, ফেরি কপোতাক্ষকে চাঁদপুরে ফিরিয়ে নেওয়া হবে এবং আগামী জুনের মধ্যে এই রুটে দুটি সি-ট্রাক চালু করার প্রস্তুতি চলছে। এর আগে থেকেই জানানো হয়েছিল, কপোতাক্ষ এ রুটে সারা বছর চলাচলের জন্য উপযুক্ত নয়, বরং উপকূলীয় ফেরি প্রয়োজন।
সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমা বলেন, বিআইডব্লিউটিসির এক উপমহাব্যবস্থাপক তাঁকে মৌখিকভাবে ফেরি চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছেন।
ফেরি বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে সন্দ্বীপ যাত্রী কল্যাণ পরিষদের অন্যতম সমন্বয়কারী ওমর ফয়সাল বলেন, “আবহাওয়ার কারণে ফেরি সাময়িক বন্ধ থাকতেই পারে, কিন্তু ঘাট অচল করে পুরো ফেরিটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। আবহাওয়া অনুকূলে থাকলে বিরতি দিয়ে হলেও কপোতাক্ষ ফেরি চালু রাখা উচিত।”
এদিকে, বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান জানিয়েছেন, নতুন সি-ট্রাক না আসা পর্যন্ত ঘাট পুরোপুরি সচল রাখা সম্ভব নাও হতে পারে। তবে আগামী অক্টোবরের মধ্যে বিআইডব্লিউটিসির একটি নির্মাণাধীন উপকূলীয় ফেরি এই রুটে যুক্ত হতে পারে বলে আশা করা যাচ্ছে।
নিরাপত্তার কথা মাথায় রেখেই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিলেও স্থানীয়দের দাবি, সন্দ্বীপের সঙ্গে নিয়মিত নৌযোগাযোগ নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন জরুরি।
কুয়েট ক্যাম্পাসে চলমান আমরণ অনশনে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের ২৩ ব্যাচের ওই শিক্ষার্থী টানা সাড়ে ২১ ঘণ্টা অনশন পালনের পর মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন।
৭ মিনিট আগেফুলতলা বাজারে সোমবার রাতে যৌথ বাহিনী দেশি-বিদেশি অস্ত্রসহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে। সোমবার (২১ এপ্রিল) ফুলতলা বাজারের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে সেলিম শেখকে রাত ৩টার দিকে আটক করা হয়।
২১ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে। তিনি বলেন, "হেলিকপ্টার দিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছেন হাসিনা, যার জন্য তাকে বিচারবিদ্ধ করতে হবে।"
৩৩ মিনিট আগেকুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বাবুল মুহুরি রয়েছেন।
৩৮ মিনিট আগেকুয়েট ক্যাম্পাসে চলমান আমরণ অনশনে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের ২৩ ব্যাচের ওই শিক্ষার্থী টানা সাড়ে ২১ ঘণ্টা অনশন পালনের পর মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন।
ফুলতলা বাজারে সোমবার রাতে যৌথ বাহিনী দেশি-বিদেশি অস্ত্রসহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে। সোমবার (২১ এপ্রিল) ফুলতলা বাজারের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে সেলিম শেখকে রাত ৩টার দিকে আটক করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে। তিনি বলেন, "হেলিকপ্টার দিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছেন হাসিনা, যার জন্য তাকে বিচারবিদ্ধ করতে হবে।"
কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বাবুল মুহুরি রয়েছেন।