খুলনায় দিনে-দুপুরে যুবককে গুলি করে হত্যা

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
প্রতীকী ছবি

খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে সুমন মোল্লা (২৮) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে জামিরা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন সুমন। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পিপরাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তার গতিরোধ করে। সুমন কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলের এক আরোহী তার ওপর গুলি চালায়। গুলিটি সুমনের ডান থুতনি ভেদ করে বের হয়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান পাশের ধানক্ষেতে।

গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সুমনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, “বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে সম্ভাব্য স্থানে চেকপোস্ট বসানোসহ অভিযান চালানো হচ্ছে।”

তিনি আরও জানান, নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তিনি ওই মামলায় একসময় কারাগারেও ছিলেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দুপুরবেলায় জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সালথা-নগরকান্দা কুমার নদীতে বৈদ্যুতিক শক ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ স্বীকারে বিপাকে পড়েছেন কাজল ডাঙ্গা বিলের মৎস্যজীবীরা। বেশি মাছ পাওয়ার আশায় কতিপয় জেলে কারেন্ট জালে মাছ ধরছেন। এতে নদীতে থাকা মাছের পোনা, কীটপতঙ্গ, সাপ এবং ব্যাঙ মারা পড়ছে।

১ ঘণ্টা আগে

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

১ ঘণ্টা আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন- হত্যা, পথে- ঘাটে বস্ত্রহরণ সহ মসজিদ-মাদ্রাসা, বাড়ী-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

১৮ ঘণ্টা আগে