ধূমপান ও তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণে বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০২৫ (সংশোধনী-২০১৩) বাস্তবায়নে গঠিত বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা সোমবার (২৮ এপ্রিল) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এসময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল।

আঞ্চলিক তথ্য অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইলকোর্ট পরিচালনা করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একশত মিটারের মধ্যে কোন দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনের দৃশ্যমান স্থানে নো-স্মোকিং সাইনেজ স্থাপন করতে হবে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারি পরিচালক ডা. অর্পণা বিশ্বাস, বিআরটিএ এর পরিচালক মো. জিয়াউর রহমান প্রমুখ বক্তৃতা করেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ হাসিবুল হক।

সভায় জানানো হয়, বছরে এক লাখ ২০ হাজার মানুষ তামাকজাত দ্রব্য সেবনে মৃত্যুবরণ করে। বর্তমানে দেশে ৩০ বা তদুর্ধ্ব বয়সীদের মধ্যে ৭০ লাখের অধিক মানুষ তামাক সেবনজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। এর মধ্যে ১৫ লক্ষাধিক মানুষ তামাকজনিত দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। যার মধ্যে ৬১ হাজারের অধিক শিশু বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার। ১৫ বছরের কমবয়সী শিশুর মধ্যে চার লাখ ৩৫ হাজারের বেশি শিশু তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভাগীয় টাস্কফোর্স কমিটির সদস্যগণ অংশ নেন।

বিষয়:

খুলনা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত খুলনার তেরখাদার যুবলীগ নেতা মিনারুল ইসলামকে জুলাই যোদ্ধা হিসেবে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

২৬ মিনিট আগে

আগৈলঝাড়া উপজেলায় সরকারি খাল দখল করে একটি পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদারের বিরুদ্ধে। যদিও উপজেলা প্রশাসন এই অবৈধ দখল ও নির্মাণ কাজ বন্ধে একাধিকবার পদক্ষেপ নিয়েছে, তথাপি কার্যক্রম থামেনি এবং দখল প্রক্রিয়া চলমান রয়েছে।

১ ঘণ্টা আগে

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অভাবে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার মানুষ। মাত্র চার জন চিকিৎসক দিয়ে ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা চলছে।

২ ঘণ্টা আগে