রংপুরে গৃহবধূর জমি দখলের অভিযোগ

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুরের বউবাজার এলাকায় গৃহিনী শাহানাজ পারভীন ভূমিদস্যুদের হুমকি ও হয়রানির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২০১৪ সালে রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর মৌজায় ৫ শতক জমি ক্রয় করার পর বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নিতেই তাকে নিয়মিত হয়রানি ও বাধার মুখে পড়তে হয়েছে।

শাহানাজ অভিযোগ করেছেন, স্থানীয় জরিপ উদ্দিনের ছেলে কবিরুল ইসলাম, অলিয়ার রহমানের ছেলে নাজমুল, জোলিয়ার রহমানের ছেলে আকরাম, আমুদ্দির ছেলে সুকারু মিয়াসহ প্রায় ২০ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র তার জমিতে দখল নেয়ার চেষ্টা করছে। তারা তাকে ৫ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করতে চাইছে এবং টাকা না দিলে জমিতে প্রবেশ নিষিদ্ধের হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, শারীরিক নির্যাতনের চেষ্টা চালানোর অভিযোগও রয়েছে। এতে তার পরিবার ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে।

শাহানাজের স্বামী মোতালেব হোসেন জানান, ২০১৫ সালে আর্থিক নিরাপত্তার জন্য জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ১৫ লাখ টাকা ঋণ নেন। তবে ভূমি দস্যুরা তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান ‘শাহানাজ এনটারপ্রাইজ’-এ গিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে।

শাহানাজ পারভীন থানায় মামলা দায়ের করেছেন, কিন্তু মামলার কার্যক্রম স্থবির রয়েছে। স্থানীয়রা বলছেন, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা সাধারণ মানুষ। আইন মেনে জমি কিনেছি। এখন সেই জমিতে দাঁড়াতে পারছি না। আমাদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”

কোতোয়ালি থানার ওসি আরমান হোসেন জানিয়েছেন, উভয়পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা চলছে। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাউজানে সংখ্যালঘু পরিবারের বসতঘরে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, দোষীদের ধরতে সহায়তামূলক তথ্য দিলে নগদ অর্থসহ উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, তবে অঙ্ক নির্দিষ্ট করা হয়নি।

৫ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের দারুল উলুম মোড় এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

২১ ঘণ্টা আগে

দেওয়ানগঞ্জের ঝাউডাংগা বিজিবি আউট পোস্ট বুধবার (২৪ ডিসেম্বর) সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়ি থেকে ৪৭ বান্ডেল ভারতীয় থান কাপড় জব্দ করেছে।

২১ ঘণ্টা আগে

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৯তম জন্মদিনে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ঘণ্টা আগে