অস্ত্রোপচারে জোড়া লাগল শ্রমিকের বিচ্ছিন্ন হাত

প্রতিনিধি
কুমিল্লা
Thumbnail image
ছবি: সংগৃহীত

শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত অস্ত্রপাচারের মাধ্যমে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে করাতকল শ্রমিক নজির আহমেদের। কুমিল্লার বরুড়া উপজেলার আদমসার গ্রামের করাতকল শ্রমিক নজির আহমেদ গুঁড়ি নামানোর সময় দুর্ঘটনার শিকার হন ।

মঙ্গলবার(২ সেপ্টেম্বর) ওই দুর্ঘটনায় তাঁর ডান কবজির ওপর পর্যন্ত অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্বজন ও সহকর্মীরা বিচ্ছিন্ন হাতটি পলিথিনে ভরে তাঁকে হাসপাতালে নেন।

প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকেরা নজিরকে দ্রুত কুমিল্লা ট্রমা সেন্টারে পাঠান। সেখানে মঙ্গলবার রাতেই সাড়ে তিন ঘণ্টার অস্ত্রোপচারে নজিরের বিচ্ছিন্ন হাত পুনরায় জোড়া লাগানো হয়।

সেখানে অস্ত্রোপচার সম্পন্ন করেন কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. কামরুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক আরিফুর রহমান, রহমত উল্লাহ ও এনামুল হক। চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং সুস্থ হলে নজির আগের মতোই তাঁর হাত ব্যবহার করতে পারবেন।

এর আগে গত ২৬ জুলাই কুমিল্লার আরেকটি বেসরকারি হাসপাতালে সফল অঙ্গ প্রতিস্থাপন অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক কামরুল ইসলাম।

কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. আবদুল হক বলেন, ওই রোগী অস্ত্রোপচারের খরচ নিয়ে চিন্তায় ছিলেন। তখন হাসপাতাল থেকে তাঁকে বলা হয়েছে, আগে অস্ত্রোপচার হোক, বাকিটা পরে দেখা যাবে। অবশেষে অস্ত্রোপচার সফল হয়েছে। এখন কুমিল্লাতেই এমন জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন এবং চিকিৎসার ব্যয়ও অনেক কমে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি না হলেও চেঙ্গী নদীতে পানি বাড়তে শহরের বিভিন্ন খালে পানি আটকে জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্গত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম

৭ মিনিট আগে

সদ্য শারীরিক অবস্থার অবনতি হলে রোববার(৭ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম

৩০ মিনিট আগে

এটি শুধুই একটি পাঠাগার নয়, এ যেন এক প্রজ্ঞা বিস্তারী আশ্রম, যেখানে অন্ধতা নয়, বরং যুক্তি, ভাষা, ন্যায্যতা ও মানবিকতা চর্চা হয়

১ ঘণ্টা আগে

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাসচালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও ১০-১৫ জন যাত্রীকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়

১ ঘণ্টা আগে