নিরাপদ সড়কের দাবিতে রংপুরে সড়ক অবরোধ

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুরে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতার। বুধবার (১৪ মে) সকাল ১০টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সনাফের আহ্বায়ক মমিন মিল্লাত, সদস্য নাজমুল হাসান নান্নু, রবিউল ইসলাম, মাইদুল ইসলামসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অপ্রশস্ত সড়কে বেপরোয়া যান চলাচলের কারণে একের পর এক প্রাণহানি ঘটছে। প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপ না থাকায় মৃত্যুর মিছিল বড় হচ্ছে। রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ নিরাপদ সড়কের দাবী জানান বক্তারা। অবিলম্বে দাবী বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারীও দেন তারা। এদিকে ছাত্র-জনতার দীর্ঘ তিন ঘন্টা সড়ক অবরোধের কারণে লালমনিরহাট-কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস, পণ্যবাহি ট্রাকসহ নানা যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস দেন। দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মীরবাগ বুড়াইল ব্রীজ এলাকায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গত মঙ্গলবার সকালে কাউনিয়ার বেইলী ব্রীজ এলাকায় মোটসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্র নেতা শাহরিয়ার আলম সম্য হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

২ ঘণ্টা আগে

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন ব্যক্তিকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল করিমের বিরেুদ্ধে।

২ ঘণ্টা আগে

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর,মারপিট ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন বিএনপি'র সম্মেলন প্রস্তুত আহ্বায়ক কমিটির দুই সদস্যকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

৩ ঘণ্টা আগে