কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ সীমান্ত পয়েন্ট নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলালের মরদেহ ৩০ ঘণ্টা পর সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। মৃত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল (২৮) বিজিবির শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি ওই এলাকার মো. বজলুর রহমানের ছেলে। ২০১৩ সালের ৬ জানুয়ারি বিজিবিতে যোগে দেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, আজ দুপুরে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া বঙ্গোপসাগর থেকে নিখোঁজ বিজিবির সদস্যের মরদেহটি উদ্ধার করা হয়েছে।
ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, গত শুক্রবার মধ্যরাতে নাফ নদীর শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির পর বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালান।
আজ সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকতের অদূরে সাগরে একটি মরদেহ ভাসতে দেখে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা তা উদ্ধার করেন। এরপর মরদেহটি শাহপরীরদ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাটে নিয়ে আসা হয় এবং পরে বিজিবি সদস্যরা তা নিয়ে যান।
দায়িত্বশীল সুত্রে জানায়, মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে কক্সবাজার বিজিবি সদর রিজিওনে জানাজার পর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
এ ঘটনায় এখনও কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নাফ নদী ও সাগরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ সীমান্ত পয়েন্ট নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলালের মরদেহ ৩০ ঘণ্টা পর সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। মৃত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল (২৮) বিজিবির শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি ওই এলাকার মো. বজলুর রহমানের ছেলে। ২০১৩ সালের ৬ জানুয়ারি বিজিবিতে যোগে দেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, আজ দুপুরে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া বঙ্গোপসাগর থেকে নিখোঁজ বিজিবির সদস্যের মরদেহটি উদ্ধার করা হয়েছে।
ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, গত শুক্রবার মধ্যরাতে নাফ নদীর শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির পর বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালান।
আজ সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকতের অদূরে সাগরে একটি মরদেহ ভাসতে দেখে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা তা উদ্ধার করেন। এরপর মরদেহটি শাহপরীরদ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাটে নিয়ে আসা হয় এবং পরে বিজিবি সদস্যরা তা নিয়ে যান।
দায়িত্বশীল সুত্রে জানায়, মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে কক্সবাজার বিজিবি সদর রিজিওনে জানাজার পর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
এ ঘটনায় এখনও কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নাফ নদী ও সাগরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
খুলনা মোংলা মহাসড়ক এখন মৃত্যুফাঁদের অপর নাম। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক, অপ্রশস্ত দুই লেন, আর নিয়ন্ত্রণহীন যানবাহন সব মিলিয়ে এ সড়কে সাধারণ মানুষের জীবন যেন হয়ে উঠেছে অনিশ্চিত।
৮ ঘণ্টা আগেপঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়।
৯ ঘণ্টা আগেখাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মহালছড়ি উপজেলা সফর করেছেন।
৯ ঘণ্টা আগেরংপুরে বাল্যবিয়ে নিরসনে প্রান্তিক জনগোষ্ঠিসহ অংশীজনদের মতামত নিয়ে তৈরি নির্দেশিকা ‘অ্যাডভোকেসি টুলকিট’ এর মোড়ক উন্মোচন হয়েছে।
১০ ঘণ্টা আগেখুলনা মোংলা মহাসড়ক এখন মৃত্যুফাঁদের অপর নাম। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক, অপ্রশস্ত দুই লেন, আর নিয়ন্ত্রণহীন যানবাহন সব মিলিয়ে এ সড়কে সাধারণ মানুষের জীবন যেন হয়ে উঠেছে অনিশ্চিত।
পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মহালছড়ি উপজেলা সফর করেছেন।
রংপুরে বাল্যবিয়ে নিরসনে প্রান্তিক জনগোষ্ঠিসহ অংশীজনদের মতামত নিয়ে তৈরি নির্দেশিকা ‘অ্যাডভোকেসি টুলকিট’ এর মোড়ক উন্মোচন হয়েছে।