ময়মনসিংহে হাইটেক পার্ক নির্মাণের কাজ ফেলে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ময়মনসিংহে দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হাইটেক পার্ক

ময়মনসিংহে দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হাইটেক পার্ক নির্মাণ বন্ধ রয়েছে। এরই মধ্যে মাত্র ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হাইটেক পার্ক নির্মাণের কাজ।

ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠান কাজ না করায় নির্মাণসামগ্রী নষ্ট হচ্ছে। দ্রুত হাইটেক পার্কের কাজ শেষ করে এটি চালুর দাবি স্থানীয়দের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধি হিসেবে দেখভালের জন্য উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রকল্পটিতে রয়েছেন। তিনি বলেন, ‘সাততলা বিশিষ্ট হাইটেক পার্কের মূল কাজ হবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠান ভীতসন্ত্রস্ত হয়ে ভারতে চলে যাওয়ায় পুরো প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমিক সংকটে কাজ বন্ধ রয়েছে। তবে ধীরে ধীরে কাজ চালুর চেষ্টা চলছে। এরই মধ্যে প্রকল্পটির ৫৫ শতাংশ কাজ হয়ে গেছে। আমরা এক বছর সময় পেলে কাজ সম্পন্ন করে হস্তান্তর করতে পারব।’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ২২ জুন ময়মনসিংহ নগরের কিসমত এলাকায় হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ভারত সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীন জেলা পর্যায়ে হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ময়মনসিংহে পার্কটি হচ্ছে। ৬ দশমিক ১ একর জমির ওপর প্রায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এটি। এই ভবনের প্রতি তলায় ১৫ হাজার বর্গফুট জায়গা থাকবে। পার্কটি চালু হলে প্রতি বছর অন্তত এক হাজার তরুণ প্রশিক্ষণ গ্রহণ ও তিন হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

২০২২ সালের জুনে ভিত্তিপ্রস্তর উদ্বোধন হলেও কাগজপত্রে কাজ শুরু হয় ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুনে। কাজটি বাস্তবায়ন করার কথা ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি) কনস্ট্রাকশন লিমিটেডের। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল ভয়েন্টস সলিউশন প্রাইভেট লিমিটেড নামে ভারতীয় অন্য একটি প্রতিষ্ঠান। কাজটি ২০২৪ সালের জুনে শেষ না হওয়ায় চলতি বছরের জুন পর্যন্ত আরও এক বছর সময় বাড়ানো হয় বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কাজের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো কনস্ট্রাকশন লিমিটেডের কর্মকর্তা রাজীব ঘোষ বলেন, তিনি ভারত থেকে প্রকল্পটিতে নতুন যোগ দিয়েছেন। এ নিয়ে কিছু বলা তার পক্ষে সম্ভব নয়। প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘হাইটেক পার্ক প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে খুব দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।

৭ ঘণ্টা আগে

সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

৮ ঘণ্টা আগে

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়

১০ ঘণ্টা আগে