র‌্যাবের অভিযান

মমেক হাসপাতাল থেকে ১৪ দালাল আটক

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) এলাকায় সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চালানো এ অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্র থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। তিনি জানান, আটক দালালরা হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণা করে আসছিল। কেউ হাসপাতালে চিকিৎসা নিতে এলেই তাদের ঘিরে ধরে বাইরের ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর চেষ্টা করত। কখনো কখনো রোগীকে ভুল তথ্য দিয়ে হাসপাতাল থেকে সরিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছে এই চক্র।

তিনি আরও বলেন, “দালালরা জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার ও আউটডোরে ঘোরাফেরা করছিল। তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, “মমেক হাসপাতালের ধারণক্ষমতা ১০০০ শয্যার হলেও প্রতিদিন গড়ে ৩৫০০ থেকে ৪০০০ রোগী ভর্তি থাকে। এত বড় পরিসরে সেবা দিতে গিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হয়, এর মধ্যে দালালদের দৌরাত্ম্য অন্যতম। অনেক রোগী ও স্বজন দালালের ফাঁদে পড়ে ভোগান্তিতে পড়েন। আমরা চাই, হাসপাতাল এলাকা দালালমুক্ত হোক।”

এর আগে ২০২৩ সালের ১২ অক্টোবর সকাল ১০টার দিকে মমেক হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করেছিল র‌্যাব। তখনও ধরা পড়া ব্যক্তিরা বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল।

জনসাধারণের প্রত্যাশা, এই ধরনের নিয়মিত অভিযান হাসপাতালের পরিবেশকে নিরাপদ ও প্রতারণামুক্ত করতে সহায়তা করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেরোবি শাখা সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করেছেন।

৯ ঘণ্টা আগে

দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাট জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২০ জুলাই) দুপুরে শহর রক্ষা বাধ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

৯ ঘণ্টা আগে

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনায় আমরা নতুন উদ্যোমে এই গণশুনানি কার্যক্রম শুরু করি। মানুষজন নানা সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে। আমরা তাদের সাধ্য মতো সমাধান দেয়ার চেষ্টা করি।

৯ ঘণ্টা আগে

সাতক্ষীরার তালা উপজেলায় শরিফুল গাজী (৩৮) নামে এক মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পরে অভিযুক্ত যুবক রাজু গাজী গণপিটুনিতে নিহত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে।

১০ ঘণ্টা আগে