খুবিতে শিক্ষক মারপিটের ঘটনায় শিক্ষার্থীর ছাত্রত্ব ও সনদ স্থগিত

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারপিটের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো ইমদাদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন এবং ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া মারধরের ঘটনায় ফৌজদারি মামলা দায়ের এবং অভিযুক্তের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে উপাচার্য বলেন, তার সনদ ও ছাত্রত্ব সাময়িক স্থগিত থাকবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার রাতে গাছের আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক হাসান মাহমুদ সাকিকে মারধর করেন বাংলা ২০১৮ ব্যাচের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান।

এ ঘটনায় তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তারা আবদুল্লাহ নোমানকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে।

বিষয়:

খুলনা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে এক নেত্রীকে মারধরের ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করেছে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি।

১২ মিনিট আগে

খুলনার ফুলতলা পিপরাইল গ্রামের সুমন মোল্যা হত্যা মামলার রিমান্ডে থাকা প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করেছে। পরে ৫দিনের রিমান্ড শেষে ৫ আসামিকে শনিবার (৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

১৯ মিনিট আগে

খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী হাফিজুল শেখকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। হরিণটানা থানা পুলিশের একটি দল গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কেডিএ ময়ূরী আবাসিক এলঅতা থেকে তাকে গ্রেফতার করে।

২২ মিনিট আগে

খুলনার ফুলতলার জামিরা গ্রামে এক গৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘতেছে। জানা যায়, একই এলাকার কামাল শেখের পুত্র জাফর শেখ (৩০) তার প্রতিবেশীর ঘরে স্লাইরেঞ্জ আনতে গিয়ে একাকী এক গৃহবধুকে (২৬) পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তিনি জামিরা ৮নং ওয়ার্ডের একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

২৪ মিনিট আগে