ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মেঘনা-তেতুলিয়া উত্তাল, ভোলার নিন্মাঞ্চল প্লাবিত

প্রতিনিধি
ভোলা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি চার পাঁচ ফুট বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিচ্ছিন্ন চর এবং বেড়ি বাঁধের বাইরের হাজার হাজার বাড়িঘর তলিয়ে গেছে। নদী তীরের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

এদিকে মেঘনা ও তেতুলিয়া নদী উত্তাল হয়ে ওঠায় জেলেরা নদীতে যেতে পারেনি। তারা নদী তীরে অলস সময় কাটাচ্ছে।

অপর দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় চলতি মৌসুমে নির্মিত রিংবাধের উপর দিয়ে লোকালয়ে মেঘনার পানি প্রবেশ করেছে।

জেলা প্রশাসক জানান, আসন্ন ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থা মোকাবিলায় ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে। ১৩ হাজার ৮৬০জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে। পাশাপাশি জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরগুলো থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও জেলা সদরসহ সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার সাত উপজেলায় গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ছুটি বাতিল করা হয়েছ। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে গতকাল বুধবার দুপুরের পর থেকে আকাশে ভারি মেঘের ঘনঘটা। মাঝেমধ্যে থেমে থেমে গুরিগুরি বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে হালকা থেকে মাঝারি ধরনের দমকা বাতাস। মেঘনা ও তেতুলিয়া নদীর পানি বেড়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

বস্তি এলাকায় মাদকের ভয়াবহ ছোবল, মাদক বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়

১ দিন আগে

অভিযান চলাকালে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২টি ইটভাটার মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা মোতাবেক ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়

১ দিন আগে

উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন

১ দিন আগে

এসময় ই—ট্র্যাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে মামলার চালক বা গাড়ি মালিকের মোবাইলে বার্তা পৌঁছে যাবে। বিকাশ বা পস মেশিনের মাধ্যমে জরিমানা পরিশোধ সম্পর্কে ধারনা দেওয়া হয়

১ দিন আগে