হালদায় ড্রেজারের আঘাতে ডিমওয়ালা মা মাছের মৃত্যু

প্রতিনিধি
চট্টগ্রাম
Thumbnail image
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে উদ্ধার হয়েছে মৃত ডিমওয়ালা মা মাছ। বালু উত্তোলনের ইঞ্জিন চালিত ড্রেজারের আঘাতে মা মাছের ক্ষতিসাধন হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

১৫ মে (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২ টায় হালদা নদী রাউজান অংশের আজিমের ঘাট এলাকায় এই মা মাছটি উদ্ধার করা হয়।

হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোসাঙ্গীর আলম বলেন, ড্রেজারের আঘাতে মৃগেল মা মাছটির মৃত্যু হয়েছে। এটির ওজন প্রায় ৫ জেজি ১'শ গ্রাম এবং দৈর্ঘ্য ২ ফুট ৬ ইঞ্চি। ধারণা করা হচ্ছে বুধবার (১৪ মে) ড্রেজারের আঘাতে মাছটি মৃত্যু হয়েছে। গত ৪ ঠা মে একই স্থানের অদূরে ড্রেজারের আঘাতে মৃত আরেকটি মা মাছ (কাতলা) উদ্ধার করা হয়েছিল। সেটার ডিমগুলো পচে গিয়েছিল।

তিনি আরো জানান, এখন নদীতে মা মাছের ডিম ছাড়ার সময় চলছে। নদীতে মা মাছের আনাগোনা বেড়েছে। ৪ শতাধিক ডিম সংগ্রহকারী নৌকা-জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছে। নদীর উজানে বজ্রসহ বৃষ্টিতে পাহাড়ি ঢল নামলে মা মাছ ডিম ছাড়বে। এরমধ্যে ড্রেজারে আঘাতে মা মাছের মৃত্যু হচ্ছে।

রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী বলেন, উদ্ধারকৃত মৃত মা মাছটি সুরতহাল রিপোর্ট করে হালদার পাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। মাছটির শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

বস্তি এলাকায় মাদকের ভয়াবহ ছোবল, মাদক বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়

১ দিন আগে

অভিযান চলাকালে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২টি ইটভাটার মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা মোতাবেক ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়

১ দিন আগে

উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন

১ দিন আগে

এসময় ই—ট্র্যাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে মামলার চালক বা গাড়ি মালিকের মোবাইলে বার্তা পৌঁছে যাবে। বিকাশ বা পস মেশিনের মাধ্যমে জরিমানা পরিশোধ সম্পর্কে ধারনা দেওয়া হয়

১ দিন আগে