মহালছড়িতে কৃষকরা পেলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চারা

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ গাছের চারা বিতরণের এক অনন্য উদ্যোগ গ্রহণ পরবর্তী বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে উন্নত জাতের নারিকেল, লেবু ও তাল গাছের চারা বিতরণ করা হয়। এতে ৫৫ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এই চারা গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৃপ্তি সংকর চাকমা এবং উপজেলার গণমাধ্যমকর্মীসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আবু রায়হান বলেন,"এই কার্যক্রম শুধু বৃক্ষরোপণই নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবুজ পরিবেশ তৈরির মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার এক দৃষ্টান্ত স্থাপন করবে।"

কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া জানান,"উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ফলদ বৃক্ষের মাধ্যমে ছায়া, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।"

এই উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

আইসক্রিম তৈরির জন্য আলাদা পরিবেশ ও নিয়মনীতি থাকলেও তা ছিটেফোঁটা মানছে না আইসক্রিম ফ্যাক্টরীর মালিকেরা।

৬ ঘণ্টা আগে

অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় এখন তিনি সম্পূর্ণ নিঃস্ব ও আশ্রয়হীন। স্ত্রী-সন্তানকে নিয়ে তাকে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে

৭ ঘণ্টা আগে

আন্দোলন চলাকালে হাবিবুর রহমান হাবিব নামে এক শ্রমিক নিহত হন, আর আহত হন অন্তত ১৫ জন। পরে বিকেলের দিকে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

৭ ঘণ্টা আগে

মহেশপুর থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে