ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে নদী, সুন্দরবনের নিচু এলাকা প্লাবিত

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি শুরু হয়েছে। গতকাল বুধবার রাত থেকে চলা ভারী বৃষ্টি পাতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে পূর্ব সুন্দরবনের নিচু অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ মে) ভোররাত থেকে মোংলায় শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে বাগেরহাটের উপকূলীয় অঞ্চল মোংলার করমজল, হরিণটানা, চাঁদপাইসহ বিভিন্ন স্থানে বনের ভূমি ডুবে গেছে।

মোংলা আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনুর রশিদ জানান, নিম্নচাপটি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই সময়ের মধ্যে মোংলায় ২৪ ঘণ্টায় ৪৭.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলার আজাদ কবির জানিয়েছেন, জোয়ারের সময় নদ-নদীর পানি ২.৫ থেকে ৩ ফুট পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের নিচু অঞ্চল তলিয়ে গেছে। তবে তিনি আশ্বস্ত করেন, “বনে পানি ঢুকলে বন্যপ্রাণীরা স্বাভাবিকভাবেই উঁচু স্থানে চলে যায়। তাই এখনো কোনো প্রাণীর ক্ষতির খবর পাওয়া যায়নি।”

টানা বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। মোংলা বন্দরের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান মুন্সী জানিয়েছেন, নিরাপত্তা ও যান্ত্রিক কারণে ভারী বৃষ্টির সময় অনেক সময় পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখতে হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

বস্তি এলাকায় মাদকের ভয়াবহ ছোবল, মাদক বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়

১ দিন আগে

অভিযান চলাকালে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২টি ইটভাটার মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা মোতাবেক ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়

১ দিন আগে

উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন

১ দিন আগে

এসময় ই—ট্র্যাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে মামলার চালক বা গাড়ি মালিকের মোবাইলে বার্তা পৌঁছে যাবে। বিকাশ বা পস মেশিনের মাধ্যমে জরিমানা পরিশোধ সম্পর্কে ধারনা দেওয়া হয়

১ দিন আগে