খাগাছাড়িতে পাহাড় ধস ও বন্যা,দীঘিনালায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

টানা ভারী বর্ষণে খাগড়াছরি জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধস দেখা দিয়েছে। নিন্মাঞ্চল প্লাবিত হয়ে কয়েকটি গ্রামের পানিবন্দি হয়ে পড়েছে । আশ্রয় কেন্দ্রে ১ হাজার ১৭১ জন আশ্রয় নিয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ায় সড়ক যোগডযোগে বিঘ্ন ঘটছে। দীঘিনালায় বন্যায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

রবিবার রাতে জেলা প্রশাসক মো: ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার আরেফিন জুয়েল খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন।

রবিবার সকালে খাগড়াছড়ির খাগড়াছড়ি শহরের নেন্সীবাজার,মহালছড়ির ধুমনীঘাট ও ভুয়াছড়ির রাজশাহী টিলা এলাকায় পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরে সেনাবাহিনী,ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের চেষ্টায় সড়ক যোগাযোগ সচল হয়। এদিকে বর্ষণ অব্যাহত থাকায় চেঙ্গী,মাইনী ও ফেনীর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

রবিবার সকাল থেকে মাইনী নদীর পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং ইউনিয়নের পানিবন্দি প্রায় পাঁচ শতাধিক পরিবার। বাড়ি-ঘর পানির নিচে তলিয়ে যাওয়ায় ৪৮টি পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ভারী বর্ষণে গুইমারা উপজেলার ছড়ার পানি বেড়ে জালিয়াপাড়া বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসে জেলা সদরের শালবন, ভুয়াছড়ি ও গুগড়াছড়িসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু বাড়ী-ঘর ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভারী বর্ষণ অব্যাহত থাকায় জেলায় বন্যার আশঙ্কার পাশাপাশি ব্যাপক পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান,জেলা প্রশাসনের উদ্যোগে সবুজবাগ ও শালবনসহ শহরের বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করে প্রশাসন।জেলায় ১২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ১৭১ জন আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরে ও রাতে রান্না করা খাবার দেওয়া হচ্ছে।

দীঘিনালার মাইনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে ডুবে গেছে দীঘিনালা মেরুং ইউনিয়নের সোবাহামপুর, চিটাগাং পাড়া ও মেরুং বাজারের আশেপাশের কিছু অংশ।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা বলেন,ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৩ পরিবার ও ছোবাহানপুর আরএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ আশ্রয় নিয়েছে। তাদের খাবার এবং পানির ব্যবস্থা করা হয়েছে

এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া টানা ভারী বর্ষণে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর দলীয় সকল পর্যায়ে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। তিনি বর্ষণে বন্যার আশঙ্কা করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বৃষ্টি অব্যাহত থাকলে খাগড়াছড়িতে পাহাড় ও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

বাগেরহাটের রামপাল উপজেলায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আদাঘাট এলাকায় শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহীনির অভিযানে হেরোইন, হেরোইন মাপার মেশিন ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়েছে

১২ ঘণ্টা আগে

খুলনা নগরীর বয়রা পূজা খোলা মোড়ে অতিরিক্ত বিষাক্ত মদ (বাংলা মদ) পানে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া চারটা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।

১২ ঘণ্টা আগে

ইটাখোলার মোড়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

১২ ঘণ্টা আগে

আবু ছায়েদের প্রথম মৃত্যু বার্ষিকীতে বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

১৫ ঘণ্টা আগে