কক্সবাজার
কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলিতে শিহাব কবির নাহিদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সমিতিপাড়ার বাসিন্দা এবং কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিনা বেগম ও নাসির উদ্দিনের ছেলে। আজ সোমবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে বিমানবাহিনীর সদস্যদের বাগ্বিতণ্ডার একপর্যায়ে তা সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শিহাব কবির নাহিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আঘাত হানলে সেটি ফেটে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এদিকে, শিহাব কবির নাহিদের মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়।
আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার পর বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি দেশের আকাশ ও সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলিতে শিহাব কবির নাহিদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সমিতিপাড়ার বাসিন্দা এবং কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিনা বেগম ও নাসির উদ্দিনের ছেলে। আজ সোমবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে বিমানবাহিনীর সদস্যদের বাগ্বিতণ্ডার একপর্যায়ে তা সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শিহাব কবির নাহিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আঘাত হানলে সেটি ফেটে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এদিকে, শিহাব কবির নাহিদের মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়।
আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার পর বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি দেশের আকাশ ও সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। তারা সবাই একটি রেস্টুরেন্টের কর্মচারী। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
৭ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর অনুষ্ঠাস্থলের অদূরেই দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।
৭ ঘণ্টা আগেপঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়ে তিন হাজার ১৩২ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে বোদা থানা পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তেলগুলো জব্দ করা হয়। এসময় দুইটি পিকআপও জব্দ করা হয়।
৮ ঘণ্টা আগেবিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ -সভাপতি নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গুমসহ সব হত্যাকান্ডের বদলা নেয়া হবে। ক্রসফায়ারের নামে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের , খুন করা হয়েছে সব হত্যাকান্ডের বিচার করা হবে। জাতিকে অভিশাপ মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে।
৯ ঘণ্টা আগেকক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। তারা সবাই একটি রেস্টুরেন্টের কর্মচারী। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর অনুষ্ঠাস্থলের অদূরেই দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়ে তিন হাজার ১৩২ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে বোদা থানা পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তেলগুলো জব্দ করা হয়। এসময় দুইটি পিকআপও জব্দ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ -সভাপতি নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গুমসহ সব হত্যাকান্ডের বদলা নেয়া হবে। ক্রসফায়ারের নামে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের , খুন করা হয়েছে সব হত্যাকান্ডের বিচার করা হবে। জাতিকে অভিশাপ মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে।